corona virus btn
corona virus btn
Loading

Lok Sabha Elections 2019 Result: পঞ্জাবে ভাল ফল কংগ্রেসের

Lok Sabha Elections 2019 Result: পঞ্জাবে ভাল ফল কংগ্রেসের
representative image
  • Share this:

#পাঞ্জাব: পাঞ্জাবে ১৩টি লোকসভা আসনের মধ্যে ৮টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস, ২টি আসনে শিরমনি আকালি দল (SAD) ও ২টি আসনে বিজেপি।

গুরুদাসপুর ও হোশিয়ারপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি, সাঙ্গরুর কেন্দ্রে আম আদমি পার্টি।
অমৃতসর, ফারিদকোট, আনন্দপুর সাহিব, জলন্ধর,খাদুর সাহিব, লুধিয়ানা, ফতেগড় সাহিব ও পাতিয়ালা কেন্দ্রে এগিয়ে কংগ্রেস। ভাটিন্ডা ও ফিরোজপুর কেন্দ্রে এগিয়ে শিরমনি আকালি দল।

এবছর ১৯ মে, শেষ দফায় ভোট হয় পাঞ্জাবে। ৬৫.৯৬ শতাংশ ভোট পরে, যা গত লোকসভা নির্বাচনের থেকে প্রায় ৫ শতাংশ কম।
২০১৪'র লোকসভা নির্বাচনে বিজেপি-শিরোমনি আকালি দল (SAD) জোট জিতেছিল ৬টি আসনে, কংগ্রেস জিতেছিল ৩টি আসনে। আম আদমি পার্টি জিতেছিল ৪টি আসনে।

তবে, ২০১৭-র বিধানসভা নির্বাচনে ঝড় তুলেছিল কংগ্রেস। ১১৭টি আসনের মধ্যে ৭৭টিতে জিতেছিল কংগ্রেস, আম আদমি পার্টি জিতেছিল ২২টি আসনে, বিজেপি-শিরোমনি আকালি দল (SAD) জিতেছিল ১৮ টি আসন।
এবছর লোকসভা নির্বাচনে সব নজর অমৃতসর ও গুরুদাসপুর কেন্দ্রে। গুরুদাসপুরের বিজেপি প্রার্থী বলিউড তারকা সানি দেওল, প্রতিদ্বন্দী কংগ্রেসের সুনীল জাখার। ২০১৭-র বাই ইলেকশনে ১.৯৩ লক্ষ ভোটে জিতেছিলেন সুনীল জাখার। অমৃতরে কেন্দ্রীয় মন্ত্রী হরদিপ সিং পুরি লড়ছেন কংগ্রেস সাংসদ গুরজিৎ আউজলার বিপরীতে।
চণ্ডীগড়ে বিজেপি সাংসদ কীরণ খের লড়ছেন কংগ্রেসের পবন কুমার ভনসালের সঙ্গে।

First published: May 23, 2019, 2:39 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर