#নয়াদিল্লি: সকালে শক্তিশালী বিরোধী ঐক্যের যে ছবি দেখা গেল, সূর্য অস্ত যেতেই তা ম্লান। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির বাড়িতে ডাকা বৈঠকে ডাকই পেল না তৃণমূল কংগ্রেস (Sonia Gandhi at Opposition Meet)। তবে বৈঠকে হাজির ছিল অন্যান্য বিরোধী দল। আজ সন্ধ্যায় নয়াদিল্লির ১০ জনপথে সনিয়া গান্ধির বাড়িতে বৈঠক করে কংগ্রেস সহ বিরোধী দলগুলি (Sonia Gandhi at Opposition Meet)। বৈঠকে হাজির ছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, ডিএমকের টিআর বালু, শিবসেনার রাজ্যসভার দলনেতা সঞ্জয় রাউত, এনসিপির ফারুক আবদুল্লার মতো বর্ষীয়ান নেতারা (Sonia Gandhi at Opposition Meet)।
আরও পড়ুন: ইস্যু ভিত্তিক সমঝোতা ? আবার কংগ্রেস, তৃণমূল একসঙ্গে
প্রসঙ্গত উল্লেখ্য, আজ দুপুরে সংসদ ভবন সংলগ্ন বিজয়চকে পদযাত্রা করে আসে বিরোধীরা। এরপর সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র বাক্যবাণ ছোঁড়েন। রাহুল বলেন, "যেখানেই বিরোধীরা সোচ্চার হওয়ার চেষ্টা করেন, তাঁদের ধমকে, ভয় দেখিয়ে, সাসপেন্ড করে নিজেদের কাজ হাসিল করে নেয় সরকার।" তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, "যতবার খুশি আমাদের সাসপেন্ড করা হোক না কেন, সংসদের ভিতরে বা বাইরে যখনই সুযোগ পাব কৃষকদের তরফে, শ্রমিকদের তরফে, দেশের মানুষের তরফে দেশকে বিক্রি করার প্রতিবাদে, সংবিধান, আইনকে বাঁচাতে, বিরোধী ঐক্যরক্ষা করতে আমরা সোচ্চার হবই।"
আরও পড়ুন: 'গোয়ার আসল বিকল্প' কারা? তৃণমূল-MGP জোটের পর বার্তা মমতার, ফের কংগ্রেসকে খোঁচা....
ডিএমকে , শিবসেনা, সমাজবাদী পার্টি থেকে শুরু করে সিপিআইএম সাংসদ এামারান করিমও বক্তব্য রাখেন। যেভাবে ঐক্যবদ্ধভাবে বিজয়চকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে তাতে উৎফুল্ল বিরোধী শিবির। এদিনের কর্মসূচী সফল দাবি করে বিরোধীদের দাবি, সরকারকে তাঁদের আন্দোলনের সামনে ঝুঁকতেই হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Mamata Banerjee, Sonia Gandhi, TMC