• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • এনআরএস কাণ্ডের প্রতিবাদে আগামিকাল AIIMS ধর্মঘট

এনআরএস কাণ্ডের প্রতিবাদে আগামিকাল AIIMS ধর্মঘট

এক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ডাক্তারদের নিরাপত্তার দাবিতে যে আন্দোলন চলছে, তার সমর্থনেই AIIMS ধর্মঘটের পথে হাঁটছে৷ তাই বন্ধ থাকবে AIIMS-এ পরিষেবা৷ একইসঙ্গে তাঁরা দেশের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল সম্পূর্ণ বন্ধ রাখারও আহ্বান জানিয়েছেন৷

এক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ডাক্তারদের নিরাপত্তার দাবিতে যে আন্দোলন চলছে, তার সমর্থনেই AIIMS ধর্মঘটের পথে হাঁটছে৷ তাই বন্ধ থাকবে AIIMS-এ পরিষেবা৷ একইসঙ্গে তাঁরা দেশের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল সম্পূর্ণ বন্ধ রাখারও আহ্বান জানিয়েছেন৷

এক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ডাক্তারদের নিরাপত্তার দাবিতে যে আন্দোলন চলছে, তার সমর্থনেই AIIMS ধর্মঘটের পথে হাঁটছে৷ তাই বন্ধ থাকবে AIIMS-এ পরিষেবা৷ একইসঙ্গে তাঁরা দেশের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল সম্পূর্ণ বন্ধ রাখারও আহ্বান জানিয়েছেন৷

 • Share this:

  #নয়াদিল্লি: এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াল দিল্লির অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)৷ এনআরএস কাণ্ডের প্রতিবাদে আগামিকাল অর্থাত্‍‌ শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে AIIMS-এর চিকিত্‍‌সক সংগঠন৷

  এক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ডাক্তারদের নিরাপত্তার দাবিতে যে আন্দোলন চলছে, তার সমর্থনেই AIIMS ধর্মঘটের পথে হাঁটছে৷ তাই বন্ধ থাকবে AIIMS-এ পরিষেবা৷ একইসঙ্গে তাঁরা দেশের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল সম্পূর্ণ বন্ধ রাখারও আহ্বান জানিয়েছেন৷

  শুক্রবার থেকেই এইমস-এর রেসিডেন্ট ডাক্তাররা প্রতিবাদ শুরু করছেন৷ বন্ধ থাকবে ওপিডি৷ যদিও AIIMS-এর জনসংযোগ আদিকারিক জানিয়েছেন, এই ধরনের কোনও লিখিত নোটিশ তাঁরা পাননি৷

  First published: