#নয়া দিল্লি: উত্তর পূর্ব দিল্লির খেজুরি খাস এলাকা সেদিন রণক্ষেত্রের আকার ধারণ করেছিল৷ চারিদিকে আগুন, প্রাণ হাতে পালাচ্ছিলেন সাধারণ মানুষ৷ সেদিন উন্মত্ত জনতা এসে ভিড় করেছিল মুসলিম প্রধান এই এলাকার একটি বাড়িতেও৷ সেই বাড়ির সামনে নেমপ্লেট, তাতে লেখা ভারতীয় সেনা জওয়ার মহম্মদ আনিসের নাম৷ কিন্তু ২৫ ফেব্রুয়ারি সেই জওয়ানের বাড়িও মুক্তি পায়নি৷
প্রথমে হামলাকারীরা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়৷ তারপর কয়েক মিনিট চলে ইট বৃষ্টি৷ তারপর বাইরে থেকে হামলাকারীরা চিৎকার করে বলতে থাকে, ‘ইধার আ পাকিস্তানি, তুঝে নাগরিকতা দেতে হ্যায়৷’ চিৎকার শুনে শিউরে উঠেছিলেন আনিস৷
এরপর গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে আনিসের বাড়ির মধ্যে ছুড়ে মারে হামলাকারীরা৷ বাড়িতে আগুন ধরিয়ে দেয়৷
তিন বছর কাশ্মীরের ভাত পাক সীমান্তে লড়াই করেছিলেন আনিস৷ তাঁর বাড়িতে রয়েছেন বাবা, মহম্মদ ইউনিস, কাকা মহম্মদ আহমেদ, ও ১৮ বছরের নেহা পরভিন৷ ক’দিন বাদেই নেহার বিয়ে হওয়ার কথা৷ সেদিন রাতে তাঁদের সবাইকেই বাড়ি থেকে পালাতে হয়েছিল৷ সেদিন আগুনে পুড়ে গিয়েছিল গয়না৷ ছিল নগদ তিন লক্ষ টাকা৷ তাও পুড়ে ছাই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAA, Delhi, Delhi Violence