#নয়াদিল্লি: লকডাউনের জেরে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাবর্ষ শুরু হতে দেরি হচ্ছে৷ কবে সেশন শুরু হবে, তা নিয়ে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা-- সকলেই চিন্তিত৷ এ হেন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-র প্রস্তাব, দেশের করোনা ভাইরাসে যা পরিস্থিতি, তাতে জুলাইয়ের বদলে কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সেশন শুরু হোক সেপ্টেম্বরে৷
লকডাউনের পরিস্থিতি শিক্ষাবর্ষে ক্ষতি সামলাতে ও অনলাইন শিক্ষা ইস্যুতে ইউজিসি দুটি কমিটি তৈরি করেছে৷ এই দুই কমিটি সমস্যার সমাধানে নানা প্রস্তাব দিয়েছে৷ হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরসি কুহাদের নেতৃত্বে একটি কমিটি লকডাউনের মধ্যে কী ভাবে বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষাগুলি নেওয়া যায় এবং বিকল্প শিক্ষা ক্যালেন্ডার তৈরির বিষয়ে কাজ করছে৷ আরেকটি কমিটি IGNOU-এর উপাচার্য নাগেশ্বর রাও-এর নেতৃত্বে কী ভাবে অনলাইনে পড়াশোনা আরও উন্নত মানের করা যায়, সে বিষয়ে দেখাশোনা করছে৷ দুটি কমিটিই রিপোর্ট সাবমিট করেছে৷
लॉकडाउन की अवधि में यू जी सी द्वारा उठाये गए क़दमों को साझा करते हुए अध्यक्ष,प्रो. डी पी सिंह. Prof. D P Singh,Chairman,UGC sharing the initiatives taken during the lockdown https://t.co/l57EzETCyc for videohttps://t.co/nRdNtubRmq #IndiaFightsCorona @PMOIndia @PIBHRD @PTI_News
— UGC INDIA (@ugc_india) April 14, 2020
সূত্রে খবর, একটি প্যানেল প্রস্তাব দিয়েছে, অ্যাকাডেমিক সেশন চালু হোক সেপ্টেম্বরে৷ আরেকটি প্যানেলের প্রস্তাব, যেখানে সম্ভব, অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করুক বিশ্ববিদ্যালয়গুলি৷ যেখানে পর্যাপ্ত পরিকাঠামো নেই, সেখানে লকডাউন ওঠার জন্য অপেক্ষা করা হোক৷ তারপর নয়া তারিখ ঠিক করা হবে৷
দুটি কমিটির রিপোর্টই খতিয়ে দেখে আগামী সপ্তাহে ইউজিসি সিদ্ধান্ত নেবে৷ ইউজিসি-র 'সব প্রস্তাব গ্রহণ করা হবে, এরকম কোনও ব্যাপার নেই৷ পরিস্থিতি ও গাইডলাইন মেনেই এগোন হবে৷ NEET ও JEE-র মতো পরীক্ষাগুলি জুনে নেওয়া হবে বলে আপাতত ঠিক করা হয়েছে৷ তবে COVID-19 পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।