#পারাদ্বীপ: প্রায় ১৫ লক্ষ টাকার কয়েন খোয়া গেল ব্যাঙ্কের শাখা থেকেই। বলা ভালো ব্যাংক কর্মীদের একাংশই এই বিপুল পরিমাণ টাকা সরিয়ে ফেলেছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ওড়িশায় ইউনিয়ন ব্যাঙ্কের পারাদ্বীপ গড় শাখায়। জানা গিয়েছে, ব্যাঙ্কের অভ্যন্তরীন অডিতেই এই বড়সড় গরমিল ধরা পড়ে।
এর পরেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেছে। মনে করা হচ্ছে ওই ব্যাঙ্কের প্রাক্তন কিছু কর্মী এবং ম্যানেজার মিলে এই দুর্নীতি করেছেন। সবমিলিয়ে ১৪.৮৬ লক্ষ টাকার হিসেব মিলছে না৷ ২০১৬ থেকে ২০২০-র মধ্যেই এই দুর্নীতি হয়েছে বলে খবর।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হবে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যেও৷ দীর্ঘদিন ধরে এভাবে তছরূপ চললেও কেন তা কারও নজরে পড়ল না, সেই প্রশ্নও উঠছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।