#নয়ডা: পোষ্য কুকুরকে বেধড়ক মেরেছিল যুবক৷ সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ যার জেরে নিজেদের অভিযুক্ত কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করল তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্ট৷
ঘটনাটি ঘটেছিল গত ২৫ অক্টোবর৷ নয়ডার বাসিন্দা ঋষভ মেহরা নামে কগনিজ্যান্ট-এর ওই কর্মী নিজের ফ্ল্যাটের মধ্যে তার পোষা পাঁচ মাসের ল্যাবরেডর কুকুরকে বেধড়ক মারধর করে৷ ওই একই আবাসনের অন্য এক বাসিন্দা সেই ঘটনা মোবাইলে রেকর্ড করেব৷ নির্মম অত্যাচারের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া ছড়ায়৷ মারের চোটে কুকুরটির পিছনের বাঁদিকের পা ভেঙে যায়৷ কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এক পশুপ্রেমী৷ ঋষভ জানায়, বাড়ির মধ্যে মলত্যাগ করার জন্যই কুকুরটিকে মেরেছিল সে৷
ঘটনার কথা জানার পরই ঋষভের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ পশুপ্রেমী এবং সাংসদ মানেকা গাঁধি সহ অনেকেই ঋষভকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য কগনিজ্যান্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান৷ এর পরই বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ঋষভকে বরখাস্ত করা হয়েছে৷ ঋষভের যে প্রতিবেশী ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তাঁকেও ধন্যবাদ জানিয়েছে সংস্থা৷
For every single person sympathising with Rishabh Mehra and his wife- let me remind u what they have done. U may be tired and think this is too much- we think it isn’t enough. @Cognizant before it’s too late do the right thing or we will @fresh_founder @Vibhachugh1 @TheDogMother_ pic.twitter.com/k1k11eWJOZ
— Sukriti (@sukritic1) December 21, 2020
Thank you for bringing this to our attention. This individual is no longer with Cognizant.
— Cognizant (@Cognizant) December 24, 2020
কাবেরী রানা ভরদ্বাজ নামে এক পশুপ্রেমী ওই কুকুরটিকে উদ্ধার করেন৷ আপাতত তাঁর কাছেই রয়েছে বাডি নামে ওই কুকুরটি৷ কাবেরী জানিয়েছেন, মারের চোটে কুকুরটির পিছনের একটি পা প্রায় নষ্ট হয়ে গিয়েছে৷ তার পায়ের একাধিক হার ভেঙে গিয়েছে৷ শুধু শরীরে নয়, প্রায় দু' মাস আগে তার উপরে হওয়া অত্যাচার ছটফটে সারমেয়টির মনেও গভীর ক্ষত তৈরি করেছে৷