• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • CNN NEWS18 SURVEY 70 PERCENT OF JAMMU AND KASHMIR PEOPLE SHARE WITH GOVERNMENT SR

৩৭০ ওঠার পর এই প্রথম কাশ্মীরের মানুষের মুখোমুখি কোনও নিউজ চ্যানেল, দেখুন কী বলছেন সাধারণ মানুষ

কাশ্মীরের মত বুঝতে জনমত নিল নিউজ18 বাংলা। দেশে প্রথমবার এইভাবে জনমত নিল কোনও নিউজ চ্যানেল।

কাশ্মীরের মত বুঝতে জনমত নিল নিউজ18 বাংলা। দেশে প্রথমবার এইভাবে জনমত নিল কোনও নিউজ চ্যানেল।

 • Share this:

  #শ্রীনগর: ৩৭০ ধারা অর্থাৎ বিশেষ মর্যাদা ওঠার পর কী ভাবছে কাশ্মীর? জম্মু হোক বা কাশ্মীর কিংবা লাদাখ- ৭০ শতাংশই মানুষই ৩৭০ ধারা ওঠায় খুশি। দেশে এই প্রথম কাশ্মীরবাসীর মনের কথা তুলে ধরল নিউজ18 বাংলা।

  উপত্যকায় এখনও বহু বিধিনিষেধ। জারি কারফিউ। বন্ধ ইন্টারনেট। তারই মধ্যে কাশ্মীরের মত বুঝতে জনমত নিল নিউজ18 বাংলা। দেশে প্রথমবার এইভাবে জনমত নিল কোনও নিউজ চ্যানেল। এখানেই উঠে এসেছে ৩৭০ নিয়ে উপত্যকার মনের কথা।

  ৩৭০ ধারা খারিজ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকেই উপত্যকার বেশিরভাগ মানুষ সমর্থন জানিয়েছেন। জম্মু-কাশ্মীর থেকে লাদাখ - উপত্যকার সব অংশেই একই ছবি।

  কাশ্মীর, জম্মু, ডোডা ও লাদাখ - এই চারটি ডিভিশনে সমীক্ষা চলে।

  ২৩১ জনের মতামত নেওয়া হয়

  কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন ১৫৯ জনের

  ৫১ জন ৩৭০ ধারা খারিজের বিরুদ্ধে মত দিয়েছেন

  ২১ জন মতামত দিতে চাননি

  অর্থাৎ ৩৭০ ধারা নিয়ে উপত্যকাবাসীর অবস্থান স্পষ্ট।

  সিদ্ধান্তের পক্ষে -- ৭০ শতাংশ

  সিদ্ধান্তের বিরুদ্ধে - ২২ শতাংশ

  মতামত দেননি - ৮ শতাংশ

  যোগাযোগের অসুবিধা সত্ত্বেও উপত্যকার সব অংশের মানুষের মতামত তুলে ধরেছেন নিউজ18 এর সাংবাদিকরা।

  কাশ্মীর ডিভিশন, ১৫১ জনের মধ্যে ৮৭ জন সিদ্ধান্তের পক্ষে ৷ জম্মু ডিভিশন, ৬৮ জনের মধ্যে ৬৩ জনই কেন্দ্রের সিদ্ধান্তে খুশি ৷ ডোডা ডিভিশন, ৬ জনের মধ্যে ৫ জনের মতে, ৩৭০ ধারা খারিজের সিদ্ধান্ত ইতিবাচক ৷ লাদাখ ডিভিশন, ৬ জন জনের মধ্যে ৪ জনই সিদ্ধান্তের পক্ষে। কার্গিলের ২ বাসিন্দা সিদ্ধান্তে ক্ষুব্ধ ৷

  তরুণ প্রজন্মের আশা, নতুন জমানায় বিনিয়োগ এলে চাকরি বাড়বে। আর প্রবীণদের আশা, দীর্ঘ সংঘর্ষ আর টানাপোড়েন শেষে শান্তি ফিরবে উপত্যকায়।

  First published: