#নয়াদিল্লি: রাজ্যের পরিস্থিতি অনুযায়ী কবে লকডাউন উঠবে সেটা ঠিক করুন রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷ কারণ নিজ নিজ রাজ্যের ক্ষেত্রে তাঁরাই এই সিদ্ধান্ত নিতে পারবেন খুব ভালভাবে৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমনই আর্জি জানান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷ রাজ্যে করোনা সংক্রান্ত নানা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাক মুখ্যমন্ত্রীদের হাতে, এমনই সুর ছিল পঞ্জাব, কেরল, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও ওড়িশার মুখ্যমন্ত্রীদের গলায়৷
এরই পাশাপাশি তাঁর রাজ্যে আপাতত বন্ধ থাক ট্রেন যাত্রা, প্রধানমন্ত্রী মোদির কাছে এই অনুরোধ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী৷ সূত্রের খবর রাজ্যের পরিস্থিতি যা তাতে পালানিস্বামী চান না কোনওভাবে সেখানে বাইরে থেকে মানুষ আসুন৷ এতে সংক্রমণ আরও বাড়তে পারে এমনই আশঙ্কা৷ ৩১ মে পর্যন্ত সমস্ত রকম ট্রেন ও বিমান পরিষেবা বন্ধের পক্ষেই সওয়াল করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি কেন্দ্রের থেকে ২৫হাজার কোটি টাকার অর্থ সাহায্য চেয়েছেন তিনি৷
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মতো একইভাবে এই মুহূর্তে তাঁদের রাজ্যেও ট্রেন ও বিমান পরিষেবা চান না তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরাও৷
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪,২১৩ জন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। গত কয়েকদিনে দৈনিক যেখানে ২,০০০-এর বেশি করোনা আক্রান্তের হদিশ মিলছিল, গত ২৪ ঘণ্টায় তা একলাফে বেড়ে ৪,০০০ ছাড়িয়েছে। এই বৃদ্ধির জেরে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৭,১৫২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৯৭ জনের। অর্থাৎ মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২০৬। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২০ হাজার ৯১৬।