#লখনউ : মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে সামনের থেকে নেতৃত্ব দিচ্ছেন , আর তাই নিজের জীবনের অপূরণীয় ক্ষতির দিনেও কাজকেই অগ্রাধিকার দিলেন ৷ সোমবারই পিতৃহীণ হলেন যোগী আদিত্যনাথ ৷ তিনি অবশ্য বাবাকে শেষবারের জন্য দেখলেনও না আর হাজির থাকবেন না শেষকৃত্যের অনুষ্ঠানেও৷
শুধু নিজে থাকবেন না তাই নয় বাড়ির লোককেও জানিয়ে দিয়েছেন ঠিক কীভাবে অংশ নিতে হবে এই অনুষ্ঠানে ৷ ২১ এপ্রিল হরিদ্বারে হবে যোগী আদিত্যনাথের বাবার শেষকৃত্য ৷ সেখানে পরিবারের লোককে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে বলেছেন ৷ নিজের মাকে জানিয়েছেন লকডাউন মিটে গেলে তিনি তাঁর সঙ্গে দেখা করবেন তিনি ৷
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চিঠি লিখে জানিয়েছেন - ‘আমার পূজনীয় বাবা-র কৈলাসবাসী হওয়া নিয়ে আমি গভীরভাবে দুঃখিত আমি গভীর শোকে নিমজ্জিত ৷ উনি আমার পূর্বাশ্রমের জন্মদাতা ৷ জীবনে সততা, কঠোর পরিশ্রম ও নিঃস্বার্থভাবে লোকে র ভালোর জন্য কাজ করেছিলেন ৷ জীবনে ওনার থেকেই আমি শিক্ষা নিয়েছি ৷ অন্তিম অবস্থায় অন্তিম দর্শনের জন্য খুব ইচ্ছা ছিল ৷ কিন্তু বিশ্ব জোড়া করোনা অতিমারীর জেরে দেশ লড়ছে ৷ উত্তরপ্রদেশের ২৩কোটি মানুষের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিচ্ছি বাবার কাজ কোনওরকম সমারোহ ছাড়া করা হবে ৷ পূজ্যপাদ বাবার স্মৃতিকে নমস্কার করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি ৷দেখে নিন যোগী আদিত্যনাথের চিঠি#NewsAlert – Uttar Pradesh CM Yogi Adityanath won’t attend last rites of his father. Manmohan Rai with more details. pic.twitter.com/Dd9i9rGkjJ
— CNNNews18 (@CNNnews18) April 20, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Yogi Adityanath, লকডাউন