#নয়ডা: উত্তরপ্রদেশে স্বপ্নের ফিল্ম সিটি বানাতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। নয়ডার কাছে প্রায় হাজার একর জায়গা নির্দিষ্ট করা হয়েছে এই ফিল্মসিটির জন্য। আগামী বছরের মার্চের ভেতর সব কাজ সম্পন্ন হয়ে যাবে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু পুরো ব্যাপারটা অন্য মাত্রা পায় যখন বুধবার স্বয়ং আদিত্যনাথ পা রাখেন মুম্বইতে।
পাঁচতারা হোটেলে অক্ষয় কুমার, বনি কাপুর, সুভাষ ঘাই-সহ বলিউডের বিভিন্ন অভিনেতা, পরিচালক এবং প্রোডিউসারদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের পাশে চান। পরে তিনি জানান তার রাজ্যে মাফিয়া রাজ অতীত। বিশ্বমানের ফিল্ম সিটি বানাচ্ছেন তাঁরা। সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা এবং পরিকাঠামোর ব্যবস্থা থাকবে সেখানে। সিনেমার লগ্নি টানতে সবরকম সাহায্য করবে তার সরকার। সামাজিক সুরক্ষা এবং ভাল পরিবেশ দিতে প্রশাসন বদ্ধপরিকর।
যখন তিনি এই সাক্ষাৎ করছিলেন ততক্ষণে বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করে গিয়েছিলেন এনসিপির কর্মীরা। শিবসেনার পক্ষ থেকে সঞ্জয় রাউত বলেন এত সহজে মুম্বই থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ নিয়ে যেতে পারবেন মানেন না তারা। মুম্বইয়ে সিনেমার ইতিহাস এবং বিস্তার সারা বিশ্বজুড়ে। তারা কাউকে এটা ছিনিয়ে নিতে দেবেন না। এর উত্তরে আদিত্যনাথ জানিয়েছেন, তাঁরা কারও জিনিস ছিনিয়ে নিতে আসেননি। তারা চান নতুন একটা ফিল্মসিটি তৈরি করতে। সেটা যদি সবদিক থেকে মুম্বইকে ছাপিয়ে যেতে পারে তাহলে সমস্যা কিসের? ভয় কিসের? এটা প্রতিযোগিতার যুগ। যে সেই প্রতিযোগিতায় জিতবে তারাই বাজিমাত করবে।
Written by - Rohan Roy Chowdhury