corona virus btn
corona virus btn
Loading

গৌরী লঙ্কেশ খুনের তদন্তে নয়া মোড়, নজরে সিসিটিভি ফুটেজ

গৌরী লঙ্কেশ খুনের তদন্তে নয়া মোড়, নজরে সিসিটিভি ফুটেজ
Gauri Lankesh

মহিলা সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের তদন্তে সিট গঠনের নির্দেশ দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

  • Share this:

#বেঙ্গালুরু: মহিলা সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের তদন্তে সিট গঠনের নির্দেশ দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। আইজির নেতৃত্বে তদন্ত চলবে। দুষ্কৃতীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশও দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দাভোলকর ও এমএম কালবুর্গি হত্যাকাণ্ডে যে ধরনের অস্ত্রের ব্যবহার হয়েছিল, এক্ষেত্রেও তাই হয়েছে। হত্যাকাণ্ডে পুলিশের নজরে সিসিটিভি ফুটেজ। ওই সাংবাদিকের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গতকাল সন্ধেয় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন গৌরী লঙ্কেশ। তাঁর বুকে ও কপালে চারটি গুলি লাগে। দুষ্কৃতীরা কালো পোশাক পরে এসেছিল। এবং একজনের মাথায় হেলমেট ছিল। এদিকে, এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ফোনে সিদ্দারামাইয়াকে নির্দেশ দিয়েছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধি। সাংবাদিক হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়।

First published: September 6, 2017, 5:37 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर