#ভোপাল: এ বার মধ্যপ্রদেশে সরকারি চাকরি শুধুমাত্র স্থানীয়দের জন্যই সংরক্ষণের যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, যাঁরা মধ্যপ্রদেশের স্থায়ী বাসিন্দা এবং নাগরিক, সেই সব যুবক-যুবতীরাই রাজ্য সরকারের চাকরি পাবেন৷ যার নির্যাস, অন্য রাজ্যের কোনও চাকরি প্রার্থী মধ্যপ্রদেশে সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না৷
মঙ্গলবার একটি ভিডিও বার্তায় এই ঘোষণা করেন শিবরাজ৷ মুখ্যমন্ত্রীর দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, অফিসিয়াল কাজকর্ম খুব শীঘ্রই হয়ে যাবে৷ এ দিন শিবরাজ সিং চৌহান ভিডিও বার্তায় বলেন, 'মধ্যপ্রদেশ সরকার আজ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে৷ তা হল, সরকারি চাকরি শুধুমাত্র স্থানীয় যুবক-যুবতীরাই পাবেন৷ এর জন্য যাবতীয় আইনি প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে৷'
मेरे प्यारे भांजे-भांजियों! आज से मध्यप्रदेश के संसाधनों पर पहला अधिकार मध्यप्रदेश के बच्चों का होगा। सभी शासकीय नौकरियाँ सिर्फ मध्यप्रदेश के बच्चों के लिए ही आरक्षित रहेंगी। हमारा लक्ष्य प्रदेश की प्रतिभाओं को प्रदेश के उत्थान में सम्मिलित करना है।#MPjobs4MPstudents pic.twitter.com/f0DEkpAvxh
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) August 18, 2020
সামনেই ২৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপনির্বাচনের মুখে শিবরাজ সিং বড় ঘোষণা করে বিরোধীদের বেশ চাপে ফেলল বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷
মধ্যপ্রদেশের কৃষিমন্ত্রী কমল প্যাটেলের কথায়, 'দুর্দান্ত সিদ্ধান্ত৷ আমরা আমাদের নিজেদের রাজ্যের ছেলেমেয়েদের কর্মসংস্থান সুনিশ্চিত করব৷'
তাত্পর্যপূর্ণ হল, ২০১৮ সালে কংগ্রেসের কমল নাথ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে ঘোষণা করেছিলেন, মধ্যপ্রদেশে বেসরকারি ক্ষেত্রে ৭০ শতাংশ চাকরি স্থানীয়দের জন্য সংরক্ষিত হবে৷
কংগ্রেস বিধায়ক কুণাল চৌধুরির কথায়, 'শুভকাজ দেরিতেও ভাল৷ মুখ্যমন্ত্রী এতদিন বুঝেছেন, যুব সম্প্রদায়ের চাকরি চাই৷ ব্যাপম কেলেঙ্কারি তাঁরা ভুলে গিয়েছেন৷'