নোট বাতিল নিয়ে ক্ষোভ উগরে উর্জিতকে কড়া চিঠি মমতার

নোট বাতিলের জেরে দেশবাসীর দুর্ভোগে প্রবল ক্রুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় RBI গর্ভনর উর্জিত পটেল ৷ ভারতীয় রির্জাভ ব্যাঙ্কের শীর্ষ কর্তাকে কড়া ভাষায় চিঠি লিখে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: নোট বাতিলের জেরে দেশবাসীর দুর্ভোগে প্রবল ক্রুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় RBI গর্ভনর উর্জিত পটেল ৷ ভারতীয় রির্জাভ ব্যাঙ্কের শীর্ষ কর্তাকে কড়া ভাষায় চিঠি লিখে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উর্জিত পটেলের কাছে নোট বাতিল ও রাজ্যে রাজ্যে নতুন নোট পাঠানোর পরিসংখ্যান নিয়ে বিস্তারিত এবং সঠিক তথ্য প্রকাশের দাবি জানান তৃণমূল সুপ্রিমো ৷ কড়া ভাষায় তিনি গর্ভনরকে যে চিঠি লিখেছেন, তাতে বলেন, ‘নোট বাতিলে মানুষের দুর্ভোগে সরব হবেন ৷ আশা করি আপনি চুপ থাকবেন না ৷’

    নোট বাতিলের ধাক্কায় টলমল রাজ্যের অর্থনীতি। নবান্নে আরবিআই-এর গভর্নরকে সেকথাই বোঝালেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, আয় কমেছে রাজ্যের। রাজ্যে একশো ও পাঁচশো টাকার জোগান বাড়ানোর আর্জিও জানিয়েছেন তিনি। তিন মাস আগে স্থির হলেও, বৈঠকে আলোচনার একমাত্র বিষয় ছিল নোট বাতিল। মুখ্যমন্ত্রীর দাবি, নোট দুর্ভোগ নিয়ে নীরব প্রধানমন্ত্রী, সংসদ। তাই নিজেই তুলে ধরেছেন দেশের মানুষের মনের কথা।

    নোটবাতিলের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়, অথচ সংসদে নীরব প্রধানমন্ত্রী। শাসক-বিরোধী টানাপোড়েনে ব্যাহত সংসদের অধিবেশনও। তাহলে উত্তর মিলবে কার থেকে? ৩ মাস আগে স্থির হয় মুখ্যমন্ত্রী ও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের বৈঠক। নোটবন্দির মাসখানেক পরে সেই বৈঠককেই হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী। আরবিআই-এর গভর্নরকে পেয়ে উগরে দিলেন ক্ষোভ। স্বশাসিত সংস্থা হয়েও আরবিআই প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের কেন প্রতিবাদ করেনি? উর্জিত প্যাটেলকে সে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ৫০০ ও ১০০ টাকার নোটের জোগান কম। বরাবর এমন অভিযোগ করে এসেছেন মমতা। উর্জিতকেও নোটবণ্টন নিয়ে ক্ষোভর কথা জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে টলমল করছে রাজ্যের অর্থনীতি। রাজ্যের মানুষের সমস্যার কথা বিস্তারিত জানিয়ে উর্জিতকে একটি চিঠিও দেন ৷

    একইসঙ্গে উর্জিত পটেলের কাছে মুখ্যমন্ত্রীর দাবি, ‘রিজার্ভ ব্যাঙ্ক স্বশাসিত সংস্থা ৷ বাজারে নোট আনে রিজার্ভ ব্যাঙ্ক ৷ ঐতিহ্যময় ইতিহাস রিজার্ভ ব্যাঙ্কের ৷ কোন রাজ্যকে কত নোট ৷ স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা নিয়ে সেই তথ্য দিন ৷’ উল্লেখ্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাজ্যকে পর্যাপ্ত নতুন নোট পাঠাচ্ছে না বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

    আরবিআই গর্ভনরকে লেখা ২ পৃষ্ঠার চিঠির সঙ্গে নোট বাতিলে রাজ্যের ক্ষতি সংক্রান্ত বিস্তারিত তথ্য সহ একটি পরিসংখ্যানও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ দফতর ধরে ধরে ক্ষতির হিসেব তুলে দেওয়া হয়েছে পরিসংখ্যানে ৷ সেখানে বলা হয় নোট বাতিলের ৪ সপ্তাহ পরেও নতুন ৫০০-র নোট এখনও অমিল ৷ এটিএম-ব্যাঙ্কে এখনও ২০০০-র নোটই বেশি ৷ খুচরোর সমস্যায় রাজ্যে ক্ষতির মুখে ব্যবসা ৷ রাজ্যে নোটের সংখ্যা নিয়ে অন্ধকারে সরকার ৷

    First published:

    Tags: CM Mamata Banerjee, Demonetisation, Governor, Mamata Banerjee, RBI, RBI Governor, Urjit Patel