Doctors' day-তে ট্রমা সেন্টারের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ক্যান্সার হাসপাতালের কথাও ঘোষণা

Bangla Editor | News18 Bangla
Updated:Jul 01, 2019 05:11 PM IST
Doctors' day-তে ট্রমা সেন্টারের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ক্যান্সার হাসপাতালের কথাও ঘোষণা
Bangla Editor | News18 Bangla
Updated:Jul 01, 2019 05:11 PM IST

#কলকাতা: চিকিৎসক দিবসে ট্রমা সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন ৩৭জন চিকিৎসককে সম্মান দিল রাজ্যে সরকার৷ বিশিষ্ট চিকিৎসক হিসেবে সম্মানিত করা হল সুকুমার মুখোপাধ্যায়কে, মাখনলাল সাহা, প্লাবন মুখোপাধ্যায়, অরুণাভ সেনগুপ্ত-সহ ৩৭ জন চিকিৎসককে৷

উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী জানান যে এসএসকেএমে তৈরি হয়েছে দেশের সেরা ট্রমা সেন্টার৷ এর জন্য খরচ হয়েছে ১০০ কোটি টাকা৷ এই ট্রমা সেন্টারে ৭৬০টি নতুন পদ তৈরি হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্রমা কেয়ার সেন্টারে ২৫০টি বেড রয়েছে৷ এর পাশাপাশি শহরে ক্যান্সারে হাসপাতাল হবে বলেও জানিয়েছেন তিনি৷ পিজির উলটোদিকে ক্যানসার হাসপাতাল তৈরির কথাও এদিন ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুনব‍্যান্ডেলে খুন তৃণমূল নেতা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সিবিআই তদন্ত চান নিহতের স্ত্রী

Loading...

মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ডাক্তারদের স্থানীয় ভাষা জানা উচিত৷ এরফলে পরিষেবায় সমস্যা হবে না৷ রাজ্যে চিকিৎসকের অভাবের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ এখনও ৪ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে৷ তাই কৃতী পড়ুয়াদের ডাক্তারিতে আসার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কলকাতা পুলিশ হাসপাতাল পড়ে আছে, পিজি-র অধীনে সেই হাসপাতাল কাজ করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী৷ পুলিশদের জন্য ৫০% সংরক্ষণ করার কথাও এদিন বলেন মমতা৷

First published: 05:06:17 PM Jul 01, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर