#পটনা: মোদি বিরোধিতায় মুখ সেই মমতাই। নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ জানাতে আবার একজোট বিরোধী জোট। রবিবার অর্থাৎ আজ পটনার গান্ধি ময়দানের বিজেপি বিরোধী দলগুলির প্রকাশ্য সমাবেশ ঘিরে তাই সরগরম জাতীয় রাজনীতি।
এদিন পটনার বিজেপি বিরোধী মহাসমাবেশের মঞ্চ থেকে মমতা জানালেন,
‘বিহারের বানভাসিদের পাশে আছি ৷ লালু জির পাশে আমি আছি ৷ আমাদের এই সভা সফল ৷ জনতার সমাবেশ সভাকে সফল করেছে ৷ সরকারের বিরুদ্ধে কিছু বলা মানেই তারা দেশদ্রোহী ৷ এরকমই একটা সরকার দেশ শাসন করছে ৷ কোনওরকম সমালোচনা এরা নিতে পারেনা ৷ প্রতিবাদ করলেই জেলে ভরছে ৷ লালু প্রসাদ নীতীশকে ছাড়েননি ৷ সত্যের সঙ্গে আমি আছি ৷ আপোস কোনওভাবে করবনা ৷ ’
মমতার কথায়,
‘হিন্দুবাদের নামে হিন্দুদের উপরই অত্যাচার চলছে ৷ এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের দেশ ৷ নোটবন্দির কারণ কী কেউ জানেনা ৷ লালুজির নামে নীতীশ ভোটে জিতেছেন ৷ অখিলেশের মতন তরুণ নেতাদের চাই ৷ লালুপ্রসাদকে রাজনৈতিক সমর্থন করি ৷ পশ্চিমবঙ্গে সবসময় দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে ৷ আমার সরকার আটকে রেখেছে ৷ আমাদের শপথ সবাই থাকবে বিজেপি যাবে ৷ দেশপ্রেম বিজেপির সম্পত্তি নয় ৷ ২০২২ সালের কথা বলে বিজেপি ৷ আগে ২০১৮,২০১৯ কাটাক ৷ তারপর ২০২২-র কথা ভাববে ৷ আমাদের সঙ্গে টক্কর নয় ৷ কোনও হিংসা বরদাস্ত করব না ৷ [/quote]’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Patna, Rally