• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • অন্ধ্রকে বিশেষ মর্যাদা দাবি, আজ দিনভর অনশনে মুখ্যমন্ত্রী চন্দ্র‌বাবু

অন্ধ্রকে বিশেষ মর্যাদা দাবি, আজ দিনভর অনশনে মুখ্যমন্ত্রী চন্দ্র‌বাবু

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু

দিল্লিতে অন্ধ্রপ্রদেশ ভবনের সামনে সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত অনশন করবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে ১২ ফেব্র‌ুয়ারি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপিও জমা দেবেন তিনি৷

 • Share this:

  #নয়াদিল্লি: অন্ধ্র‌প্রদেশেকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে আজ অর্থাত্‍ সোমবার দিল্লিতে দিনভর অনশন করছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু৷ চন্দ্রবাবুর এই ধর্নার নাম দেওয়া হয়েছে, 'ধর্মা পোরাটা দীক্ষা' বা ' ন্যায়ের জন্য দিনভর প্রতিবাদ৷'

  দিল্লিতে অন্ধ্রপ্রদেশ ভবনের সামনে সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত অনশন করবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে ১২ ফেব্র‌ুয়ারি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপিও জমা দেবেন তিনি৷

  চন্দ্রবাবুর সঙ্গেই অনশন প্রতিবাদে থাকছেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা, দলের বিধায়ক, সাংসদরাও৷ মেম্বার্স অফ স্টেট এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, একাধিক সমাজকর্মী সংগঠন ও ছাত্র সংগঠনও৷ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় এর আগে ১১ বার অনশন ধর্নায় বসেছেন চন্দ্রবাবু৷ চন্দ্রবাবুর প্রতিবাদ ধর্নাকে সমর্থন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তিনি এ দিন দেখাও করবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে৷

  প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে এপি ভবনে ধর্না শুরু করেছেন নায়ডু৷ এর আগে ২০১৩ সালে অনির্দিষ্টকালের জন্য অনশন করেছিলেন চন্দ্রবাবু৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়৷

  First published: