#যমুনানগর: হরিয়ানার যমুনানগর জেলায় একটি প্রাইভেট কোচিং সেন্টারের চরম হঠকারি ও দুঃসাহসিক সিদ্ধান্ত৷ করোনা আবহে যেখানে স্কুল-কলেজে সব বন্ধ৷ যেখানে যেটুকু ক্লাস হচ্ছে তার সবই অনলাইনে৷ সেখানে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল ক্লাস৷ পড়ুয়াদের জীবনকে তুচ্ছ করে নিয়মিত ক্লাস করাচ্ছিল হরিয়ানার ওই কোচিং সেন্টার৷ তবে অবশ্য ক্লাস চালাতে লুকিয়ে চুরিয়ে চলছিল এই অনৈতিক কাজ৷
বাইরের মেন দরজা শাটার বন্ধ করে পিছনের দরজা দিয়ে পড়ুয়াদের ঢুকিয়ে নেওয়া হত৷ আর সেখানেই পড়ুয়াদের নিয়ে চলত ক্লাস৷ সূত্রের মাধ্যমে খবর পেয়ে এসডিএম দলের সঙ্গে রেড চলে- বাচ্চাদের সেখান থেকে বার করে নিয়ে কোচিং সেন্টার সিল করে দেওয়া হয়৷
যমুনানগরের একটি প্রাইভেট সংস্থা -র নাম রাইট ডায়রেকশন৷ তবে প্রকৃত দিশা দেখানোর বদলে তাদের বিপথে চালনা করে যাচ্ছিল ওই কোচিং সংস্থা৷ প্রশাসনের পক্ষ থেকে ফের জানিয়ে দেওয়া হয়েছে -কোনও প্রাইভেট সংস্থাকে এই মুহূর্তে তা খোলা রেখে পরিচালনা করার নির্দেশ দেওয়া নেই৷ তাই এই সংস্থা সরাসরি প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই নক্কারজনক কাজ করছিল৷
এই মুহূর্তে বাড়তে থাকা করোনার প্রকোপে শনি ও রবিবার পূর্ণ লকডাউন জারি রয়েছে হরিয়ানার বিভিন্ন জায়গায়৷ কোচিং সংস্থার মালিক লকডাউনের নির্দেশ নিয়ে ছেলেখেলা করেছে এই মনে করেছেন প্রশাসন৷ বিশেষত ছোট ছেলেমেয়েদের জীবন নিয়ে এই ধরণের হঠকারিতা কোনও ভাবেই কাম্য নয়৷ তাই একেবারেই সিল করে দেওয়া হল কোচিং সেন্টারটি৷এসডিএম দর্শন সিং জানিয়েছেন এই ধরণের কাজ একেবারে গণ্ডগোলের৷ এই ধরণের কোচিং সেন্টারকে খোলার অনুমতি দেওয়া হয়নি৷ এদিকে এদিনের প্রশাসনের অভিযানে বেশ কয়েকটি হেয়ার সেলুনকে নিয়েও বেশ অখুশি তারা৷ কারণ তারাও লকডাউনে দোকান খোলা রেখেছিল৷ তাদেরও সতর্ক করে দেওয়া হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coaching class, Lockdown