• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ৫ বছরের ‘বোন’কে যৌন নির্যাতন করল ক্লাস থ্রি-র ‘দাদা’, রক্তে ভাসল খুদে শরীর!

৫ বছরের ‘বোন’কে যৌন নির্যাতন করল ক্লাস থ্রি-র ‘দাদা’, রক্তে ভাসল খুদে শরীর!

Representational Image

Representational Image

 • Share this:

  #গাজিয়াবাদ: কড়া সমালোচনা, তীব্র ধিক্কার বা প্রতিবাদের চড়া সুরেও শুধরাচ্ছে না আমাদের দেশ ৷ একের পর এক যৈন হেনস্থা, শিশু নিগ্রহ, ধর্ষণের মতো নরকীয় ঘটনাগুলো ঘটেই চলেছে আমাদের আশেপাশে ৷ এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ৷ পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাতে ৫ বছরের ওই মেয়েটিকে একটি নিরিবিলি জায়গায় ডেকে নিয়ে গিয়েছিল বছর এগারোর ওই বালক ৷ সেখানেই তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ৷ কিছুক্ষণ পর সেখানে থেকে ওই শিশু কন্যাটির কান্নার আওয়াজ ভেসে আসে ৷ স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন রক্তে ভেসে যাচ্ছে খুদে শরীরটা ৷ পুলিশের সিনিয়ার সুপারিন্টেনডেন্ট বৈভব কৃষ্ণ জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত ওই বালককে হোমে পাঠানো হয়েছে ৷ যদিও জেরায় সে এমন কাজ করার কথা অস্বীকার করেছে ৷ পুলিশে অভিযোগ দায়ের করেছেন নিগ্রীতার বাবা ৷

  First published: