• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • CLASS 11 GIRL KILLS HERSELF WITH FATHERS REVOLVER AS SHE WAS UPSET OVER NOT TOPPING THE SCHOOL

ক্লাসে প্রথম হতে না পারায় বাবার রিভলভার দিয়ে আত্মহত্যা ছাত্রীর

পোশাক না খুলে, কি করে জমা দেওয়া যাবে! তার উত্তর অবশ্য দেননি প্রিন্সিপাল। এরপরই তাঁর অপসারণের দাবিতে জোরালো হয় বিক্ষোভ। পাল্টা অভিভাবকদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিতর্ক মেটাতে শুক্রবার মহকুমাশাসকের দফতরে স্কুল-অভিভাবক ও পুলিশদের নিয়ে বৈঠক হয়। Representational Image

ক্লাসে প্রথম হতে না পারার হতাশা চেপে বসেছিল মেয়েটির মনে ৷ তার পরিণতি হল মর্মান্তিক ৷ বাবার রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হল একাদশ শ্রেণির এক ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার জিন্দ-এ ৷

 • Share this:

  #হরিয়ানা: ক্লাসে প্রথম হতে না পারার হতাশা চেপে বসেছিল মেয়েটির মনে ৷ তার পরিণতি হল মর্মান্তিক ৷ বাবার রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হল একাদশ শ্রেণির এক ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার জিন্দ-এ ৷ জিন্দ-এর পিল্লুখেরা শহরের সিন্ধু পাবলিক স্কুলে পড়ত ১৭ বছরের অঞ্জলি কুমারী ৷ গত শনিবার একাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হয় স্কুলে ৷ সেখানে দেখা যায়, ভাল নম্বর পেলেও ক্লাসে প্রথম হতে পারেনি অঞ্জলি ৷ অঞ্জলির পরিবারের তরফে জানানো হয়, ভাল পরীক্ষা দিয়েছিল সে ৷ আশা করেছিল প্রথম হবে ৷ কিন্তু ফল বেরতে দেখা যায় সে আশা পূর্ণ হয়নি অঞ্জলির ৷ ভাল নম্বর পেলেও প্রথম হতে পারেনি সে ৷ এতেই মুষড়ে পড়েছিল অঞ্জলি ৷

  আরও পড়ুন:ক্লান্ত সিংহীর শাবককে শুঁড়ে বসিয়েছে গজরাজ, ভাইরাল ছবিটি আসলে এপ্রিল ফুল প্র্যাঙ্ক

  রবিবার সকালে নিজের কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন অঞ্জলির বাবা পঞ্চায়েত প্রধান বেদপাল সিং ৷ সে সময় মেয়ের ফোন আসে তাঁর কাছে ৷ বাবাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে অঞ্জলি ৷ কিন্তু ফেরার আগেই সব শেষ ৷ বাবার আগ্নেয়াস্ত্র দিয়েই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে সে ৷ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

  আরও পড়ুন:দলিত আন্দোলনের পাশে বিরোধীরা, হিংসায় মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

  First published: