Home /News /national /
CAA-বিক্ষোভে অসমে মৃত বেড়ে ৬, বন্ধ ইন্টারনেট, বাতিল বহু ট্রেন

CAA-বিক্ষোভে অসমে মৃত বেড়ে ৬, বন্ধ ইন্টারনেট, বাতিল বহু ট্রেন

 • Share this:

  #গুয়াহাটি: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভে অসমে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৷ গত ১২ ডিসেম্বর পুলিশের গুলি আহত অবস্থায় চিকিত্‍সাধীন এক বিক্ষোভকারীর মৃত্যু হল৷ এ ছাড়াও ওই দিন একটি ট্যাঙ্কারে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা৷ ট্যাঙ্কারের ড্রাইভার ৯০ শতাংশ পুড়ে যান৷ তাঁরও আজ মৃত্যু হল৷

  অসম জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা আরও ৪৮ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ ১৬ ডিসেম্বর পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে অসমে৷ তবে ডিব্রুগড় ও গুয়াহাটিতে কারফিউখানিক শিথিল করা হয়েছে৷ কারফিউ শিথির করা হয়েছে মেঘালয়ের একাংশে৷ নাগাল্যান্ডে একটি বড় অংশ বন্‌ধের জেরে বিপর্যস্ত৷

  আজও দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেলে বেশ বহু ট্রেন বাতিল করেছে রেল৷ অসম থেকে বহু ট্রেন বাতিল করা হয়েছে৷ বহু মানুষ স্টেশনে আটকে পড়েছেন৷ ১২ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে গুয়াহাটি থেকে ডিমাপুর বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল৷

  পশ্চিমবঙ্গেও সকাল থেকে শুরু হয়েছে বিক্ষোভ৷ মুর্শিদাবাদে ৩৪ নম্বর জাতীয় সড়কে চলছে বিক্ষোভ৷ রবিবারও একাধিক এক্সপ্রেস ও মেল ট্রেন বাতিল করল রেল৷ বাতিল করা হয়েছে হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ও মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস৷

  বাতিল করা হয়েছে, কাটিহার-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস৷ বাতিল করা হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস৷ চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেসও বাতিল৷ রূপসী বাংলা এক্সপ্রেস ও তিস্তা তোর্সা এক্সপ্রেস৷ বাতিল ঘোষণা করা হয়েছে গরিব রথ এক্সপ্রেস ও রাধিকাপুর এক্সপ্রেস৷

  তবে শনিবারের তুলনায় আজ কিছুটা স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি৷ স্বাভাবিক হচ্ছে দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল৷ শুরু হয়েছে হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল৷ সাঁকরাইল স্টেশনে স্বাভাবিক হয়নি সিগনালিং ব্যবস্থা৷

  পশ্চিমবঙ্গে বিক্ষোভকারীরা মূলত টার্গেট করেছে রেল চলাচলকেই৷ শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে৷ এই মুহূর্তে পাওয়া খবর, ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে৷ টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ৷ আমডাঙায় উত্তেজনা৷ ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী৷

  Published by:Arindam Gupta
  First published:

  Tags: Assam Protest, Citizenship Amendment Act

  পরবর্তী খবর