CAA Protest: জামিয়ার পড়ুয়াদের সমর্থনে প্রতিবাদ, উত্তপ্ত লখনউয়ের নাদওয়া কলেজ

CAA Protest: জামিয়ার পড়ুয়াদের সমর্থনে প্রতিবাদ, উত্তপ্ত লখনউয়ের নাদওয়া কলেজ
উত্তপ্ত লখনউয়ের নাদওয়া

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ উত্তপ্ত নাদওয়া কলেজ।

  • Share this:

#লখনউ: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের রেশ আছড়ে পড়ল লখনউয়ের নাদওয়া কলেজ। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ উত্তপ্ত নাদওয়া কলেজ। ২০০ বেশি পড়ুয়ারা সামিল হন এই প্রতিবাদ বিক্ষোভে৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে পড়ুয়ারা। জামিয়ার প্রতিবাদের কথা শুনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন নাদওয়া কলেজের পড়ুয়ারা৷ সকলে মিলে জমায়াত করেন কলেজের গেটে এবং স্লোগান দিতে শুরু করেন৷ কলেজের গেট বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে কলেজের ভিরতেই রয়েছেন পড়ুয়ারা। গেটের বাইরে পরিস্থিতি মকাবিলায় রয়েছে পুলিশ।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল আলিগড় মুসলিম বিশ্ববিদ‍্যালয়। বিক্ষোভের জেরে আলিগড় মুসলিম বিশ্ববিদ‍্যালয়ে পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। রবিবার বিকেলে আলিগড় বিশ্ববিদ‍্যালয়ের গেটে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা। পুলিশের অভিযোগ, হঠাৎই পড়ুয়ারা তাদের দিকে ঢিল ছুড়তে থাকেন। পালটা কাঁদানে গ‍্যাস ছোড়ে পুলিশ। পড়ুয়াদের পালটা অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে। আলিগড় বিশ্ববিদ‍্যালয় সূত্রে জানা গিয়েছে, ৫ জানুয়ারী পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে বিশ্ববিদ‍্যালয়। গতকাল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রবিবার প্রতিবাদ চালাবেন ছাত্রছাত্রীরা৷ সেই মতো আজ দিনভর চলল বিক্ষোভ কর্মসূচী৷ যাতে যোগ দেন প্রায় ২হাজার পড়ুয়া৷ সেই মিছিল আটকায় পুলিশ৷ সেই থেকেই শুরু হয় গোলমাল৷ কর্মসূচী থামাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পড়ুয়াদের৷ ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসও ছোড়ে পুলিশ, এমন অভিযোগ করছেন পড়ুয়ারা৷ তাদরে দাবি যে পুলিশের ভূমিকায় আরও উত্তপ্ত হয়েছে পরিস্থিতি৷ যদিও পুলিশের দাবি যে বিক্ষোভকারীরাই তাদের উদ্দেশ্য করে ইট ছোঁড়ে৷

First published: December 16, 2019, 12:16 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर