#নয়াদিল্লি: CAA-এর বিরুদ্ধে প্রতিবাদের আঁচ এবার রাজধানীতেও। জামিয়া নগরে বাসে আগুন। পর পর ৩টি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তিও হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ ৷ ছোড়া হয় রাবার বুলেট-কাঁদানে গ্যাস ৷
জানা গিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গত তিনদিনের মতোই রবিবার দক্ষিণ দিল্লিতে বিক্ষোভ প্রদর্শনে নামে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ কিন্তু এদিন দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ড কলোনিতে বিক্ষোভ প্রদর্শন রণক্ষেত্রের চেহারা নেয় ৷ বিভিন্ন গাড়িতে চালানো হয় ভাঙচুর ৷ একের পর এক ৩টি বাসে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAA, CAA protest, Citizenship Amendment Act, South Delhi CAA protest, Vandalism