• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • পাস মার্কস কমল ICSE ও ISC পরীক্ষাতে

পাস মার্কস কমল ICSE ও ISC পরীক্ষাতে

File Photo

File Photo

দশম ও দ্বাদশ শ্রেণিতে পাস মার্কস কমানোর সিদ্ধান্ত নিল আইসিএসসি বোর্ড ৷ বৃহস্পতিবার বোর্ডের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে এই বছর থেকেই কার্যকর হতে চলেছে নতুন নিয়ম ৷

 • Share this:

  #নয়াদিল্লি: দশম ও দ্বাদশ শ্রেণিতে পাস মার্কস কমানোর সিদ্ধান্ত নিল আইসিএসসি বোর্ড ৷ বৃহস্পতিবার বোর্ডের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে এই বছর থেকেই কার্যকর হতে চলেছে নতুন নিয়ম ৷

  আইসিএসই-তে ৩৫ থেকে কমে ৩৩% পাস মার্কস করা হয়েছে ৷ অন্যদিকে ৪০ থেকে কমে ৩৫% পাস মার্কস হল আইএসসি-তে ৷ ২০১৮-র শিক্ষাবর্ষ থেকেই পাস মার্কস কার্যকর করা হবে ৷ এছাড়াও পরীক্ষা ব্যবস্থাতেও একাধিক বদল আনা হচ্ছে বলে জানিয়েছে আইসিএসসি বোর্ড ৷

  সমস্ত স্কুলে ইতিমধ্যেই এই বিষয়ে নোটিস পাঠানো হয়ে গিয়েছে ৷ ২০১৮ শিক্ষাবর্ষে ফেব্রুয়ারি ৭ থেকে এপ্রিল ২ তারিখ পর্যন্ত চলবে আইএসসি পরীক্ষা ৷ আইসিএসসি পরীক্ষা চলবে ফেব্রুয়ারি ২৬ থেকে মার্চ ২৮ তারিখ পর্যন্ত ৷

  First published: