রাজস্থান: যুগ এগোচ্ছে। আর পাল্লা দিয়ে এগোচ্ছে প্রযুক্তিও। নানা উদ্ভাবনী বিষয় আবিষ্কৃত হচ্ছে। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, টর্নেডো, নিম্নচাপ, অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস আমরা আগে থেকেই পেয়ে যাই। কিন্তু শরীরের রোগের পূর্বাভাস পাওয়া গেলে কেমন হত? তাহলে হয়তো অনেক রোগ আগে থেকেই প্রতিরোধ করা যেত। এমনকী মৃত্যুর ঝুঁকি পর্যন্ত অনেকটাই কমানো যেত। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আজকাল উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে করোনার পরে যেন কিছু মারণ রোগ মাথাচাড়া দিয়ে উঠছে। ভারতে উদ্বেগ বাড়াচ্ছে ডায়াবেটিস।
আর এবার নতুন প্রযুক্তির মাধ্যমে কোনও রকম পরীক্ষা ছাড়াই ডায়াবেটিসের মতো রোগের পূর্বাভাস পাওয়া যেতে পারে। সহপাঠীদের সঙ্গে মিলে এমনই এক উদ্ভাবনী সফটওয়্যার তৈরি করেছেন এক বি.টেক ফাইনাল ইয়ারের পড়ুয়া।
আরও পড়ুন : গুড় দিয়ে তৈরি; ১০০ বছরের পুরনো সেতুর আকর্ষণ অটুট! অনন্য নির্মাণশৈলীতে হতবাক আধুনিক ইঞ্জিনিয়ারও!
রাজস্থানের চুরুর বনবিহার কলোনির বাসিন্দা সম্পন্ন আচার্য। তিনি জয়পুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের বি.টেক ফাইনাল ইয়ারের ছাত্র। এক তথ্যপ্রযুক্তি সংস্থা তাঁকে দিয়ে একটি রিসার্চ করার দায়িত্ব সঁপেছিল। এর পর চার বন্ধুকে নিয়ে কাজে নেমে পড়েন ওই তরুণ। প্রায় ৬ মাসের অক্লান্ত পরিশ্রমের পরে একটি সফটওয়্যার তৈরি করতে সক্ষম হন সম্পন্ন ও তাঁর বন্ধুরা। ওই কোম্পানির তরফে সম্পন্নদের উপহার হিসেবে ১ লক্ষ টাকা দেওয়া হয়।
কিন্তু কীভাবে কাজ করবে এই সফটওয়্যার? সেই প্রসঙ্গে সম্পন্ন বলেন, হামেশাই নিজের স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত থাকে মানুষ। বিশেষ করে ডায়াবেটিস নিয়ে মানুষের মনে অনেক অতঙ্ক ও আশঙ্কা থাকে। ডায়াবেটিস রয়েছে কি না, তা জানার জন্য ডাক্তাররা রোগীকে প্রথমে পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে থাকেন। এর ফলে বারবার রক্ত পরীক্ষা করাতে হয় তাঁদের। ওই ছাত্র আরও বলেন যে, এই সফটওয়্যারটি পূর্বাভাস দেওয়ার জন্য রোগীর থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবে। এর মধ্যে অন্যতম হল লিঙ্গ, রক্তের গ্রুপ, ওজন, উচ্চতা, ব্লাড প্রেশার বা রক্তচাপ, স্কিন থিকনেস এবং সোয়াব বা লালা। এই সংক্রান্ত প্রশ্নের সমস্ত তথ্য দিলেই কেল্লা ফতে। ডায়াবেটিসের পূর্বাভাস দিয়ে দেবে ওই সফটওয়্যার।
আরও পড়ুন: কমেছে রেল দুর্ঘটনা, ট্র্যাকের সুরক্ষা বাড়িয়ে বিরাট চ্যালেঞ্জ উত্তর পূর্ব সীমান্ত রেলের
আর সবথেকে বড় কথা হল, ঘরে বসেই এই সব সুবিধা গ্রহণ করা যেতে পারে। সম্পন্ন আচার্য বলেন যে, কোম্পানিটি যদি ভবিষ্যতে এই মডেলটি জনসাধারণের জন্য প্রকাশ করে, তাহলে দেশের ডায়াবেটিস রোগীদের তথ্য সংগ্রহে এই মডেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। হাসপাতাল তো বটেই, সাধারণ মানুষও ঘরে বসেই এই মডেলের সুবিধা নিতে পারবে। আর বাড়িতে বসে করার ক্ষেত্রে কোনও চার্জও লাগবে না। আর মডেলটিতে রোগীদের সমস্ত তথ্যও নিরাপদ থাকবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: National News, Rajasthan