Chowkidar Sher Hai: মোদি এবার সিংহ অবতারে? বিজেপির ভোট ক্যাম্পেন নয়, তবে...

Bangla Editor | News18 Bangla
Updated:Apr 06, 2019 09:28 PM IST
Chowkidar Sher Hai: মোদি এবার সিংহ অবতারে? বিজেপির ভোট ক্যাম্পেন নয়, তবে...
Photo Courtesy: Jeevan Achariya/Social Media
Bangla Editor | News18 Bangla
Updated:Apr 06, 2019 09:28 PM IST

#মঙ্গালুরু: ডিজিটাল ইন্ডিয়া মজেছে চৌকিদারের ডিজিটাল ছবিতে। মঙ্গালুরুর শিল্পী জীবন আচারিয়ার আঁকা মোদির ছবি এখন নেটিজেনদের চর্চায়। উজ্জ্বল লাল হলুদ রঙা মোদির ছবি...ছবির নীচে লেখা চৌকিদার শের হ্যায়। সোশাল মিডিয়া জুড়ে এখন এই ছবির রমরমা, দেখে মনে হতেই পারে মোদি সরকারের নতুন ক্যাম্পেন৷

কিন্তু আদপে এই ছবি এঁকেছেন মঙ্গালুরুর শিল্পী জীবন আচারিয়া৷ রাজনীতির সঙ্গে দূর দূর তক কোনও সম্পর্ক নেই তাঁর... অন্তত তাঁর দাবি এমনই।তিনি পেশায় অধ্যাপক, নেশায় শিল্পী৷ তবে রঙ তুলি হাতে নয়, তাঁর ক্যানভাস ডিজিট্যাল৷

ডিজিট্যাল ইন্ডিয়াকে নতুন কিছু উপহার দেবেন ভেবেই শুরু, মাথায় আসে সোশাল মিডিয়া মাতানো চৌকিদার ক্যাম্পেন৷ তারপর টানা দুদিনের অধ্যবসায়৷ এঁকে ফেলেন মোদির এই ছবি৷

আরও পড়ুন মলমূত্রের মধ্যে পড়ে শিশু, নেশারু বাবা মুখে ঢেললেন মদ মেশানো দুধ!

ভোটের মুখে নেটিজেনদের চর্চায় জীবনের নতুন স্লোগান, চৌকিদার শের হ্যায়৷ কেউ কেউ অবশ্য খোঁচা দিতে ছাড়েননি, তবে জীবনের সাফ বক্তব্য প্রধানমন্ত্রী তাঁর অনুপ্রেরণা৷ তাই শিল্পের মধ্যে দিয়েই তাঁকে শ্রদ্ধা জানালেন৷

First published: 09:26:25 PM Apr 06, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर