• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • খেলতে খেলতে শিশু চিবিয়ে ফেলল সাপের বাচ্চা...

খেলতে খেলতে শিশু চিবিয়ে ফেলল সাপের বাচ্চা...

উত্তরপ্রদেশের ঘটনায় গোটা এলাকায় প্রবল চাঞ্চল্য৷

উত্তরপ্রদেশের ঘটনায় গোটা এলাকায় প্রবল চাঞ্চল্য৷

উত্তরপ্রদেশের ঘটনায় গোটা এলাকায় প্রবল চাঞ্চল্য৷

 • Share this:

  #বরেলি : উত্তরপ্রদেশের বরেলি জেলায় মারাত্মক ঘটনা ঘটে গেছে৷ একটি শিশু খেলার সময় হঠাৎ করেই একটি সাপ হাত দিয়ে ধরে ফেলে! শুধু এটুকুই নয়- সেই সাপটিকে মুখে পুরে চিবিয়ে খেয়ে ফেলে৷ এরফলে সাপের বাচ্চাটি শিশুটির মুখের মধ্যেই মারা যায়৷ এরপরেই শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়৷ এরপরে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়৷ এই ঘটনার জেরে আশপাশের এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়৷ মানুষজন শিশুটি ও সাপটিকে দেখতে সেই এলাকায় পৌঁছে যায়৷

  ঘটনাটি ফতেহগঞ্জ -র পশ্চিমক্ষেত্রের ভোলাপুরের৷ এখানই ওই শিশুটি মুখে সাপের বাচ্চা ঢুকিয়ে চিবিয়ে ফেলেছিল৷ শিশুটির আত্মীয়রা যখন দেখে তার মুখে কিছু আছে আর সে সেটা চিবোচ্ছে তখন তাঁদের সন্দেহ হয়৷ এরপর বাড়ির লোকজন শিশুটির কাছে পৌঁছে তার মুখ খুলেই থ হয়ে যায়৷ শিশুটির মুখে ৬ ইঞ্চি লম্বা সাপের বাচ্চা ছিল৷ এরপর তাকে আনন-ফাননের জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে এমার্জেন্সিতে শিশুটিকে ভর্তি করা হয়৷ চিকিৎসকরা তত্বাবধানে থাকার পর তাকে বিপন্মুক্ত ঘোষণা করা হয়৷ শিশুটির বাবা, চিকিৎসকদের গোটা ঘটনাটি কীভাবে হয়েছে তার বিবরণ দেন৷ তিনি জানিয়েছেন শিশুটা বাড়ির বাইরে আর পাঁচদিনের মতোই খেলছিল৷ এই সময়েই সাপটি সে মুখে পুরে দেয়৷ সাপটিকে চিবনোর পর প্রথমে প্রচণ্ড আতঙ্কের পরিবেশ তৈরি হলেও সেভাবে বড় ক্ষতি হয়নি শিশুটির৷ সকলেই ভেবেই রেখেছিলেন শিশুটির বড় ক্ষতি হয়ে যাবে৷ হাসপাতালে ২ ঘণ্টা ধরে চিকিৎসার পর শিশুটিকে ডিসচার্জ করে দেওয়া হয়৷

  সাপের বাচ্চাটিকে মুখ থেকে বার করার পর চিকিৎসকরাও অবাক হয়ে যান৷ এই মুহূর্তে তিনি বিপদের বাইরে৷ শিশুটির চিকিৎসক হরিশ্চন্দ্র বলেন, ‘৭ ইঞ্চি লম্বা সাপ হওয়ার জন্য সেভাবে শিশুটির বড় ক্ষতি হয়নি৷ যদি সাপটি বার না করা যেত তাহলে হয়ত শিশুটির মৃত্যু অবধি হতে পারত৷ শিশুটির পিতা ধর্মপাল বলেন শিশুটির মুখের ভিতর থেকে যে সাপের বাচ্চাটি বার করা হয় তা প্রায় ৬ থেকে ৭ ইঞ্চি লম্বা৷ সাপটির ফনাও তৈরি হচ্ছিল৷ শিশুটি ওটা মুখের ভিতর রেখে চিবোতে চেষ্টা করেছিল৷ শিশুটির মুখে দমবন্ধ হয়ে সাপটির মৃত্যু হয়৷

  Published by:Debalina Datta
  First published: