#দিল্লি: কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ ছাড়লেন কে ভি সুব্রহ্মণ্যম (Chief Economic Advisor K V Subramanian)৷ নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi) আমলে তিন বছর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব সামলানোর পর আর এই পদে থাকতে চান না তিনি৷ ট্যুইট করে সুব্রহ্মণ্যম জানিয়েছেন, ফের পড়াশোনার জগতেই ফিরতে চান তিনি৷
এ দিন ট্যুইট করে সুব্রহ্মণ্যম নিজের সিদ্ধান্তের কথা জানান৷ সুব্রহ্মণ্যমের প্রশংসা করে তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Chief Economic Advisor K V Subramanian leaves)৷
ট্যুইটারে সুব্রহ্মণ্যম জানিয়েছেন, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি সম্মানিত৷ তিনি লেখেন, 'তিন বছরের মেয়াদ উত্তীর্ণ করার পর ফের পড়াশোনার জগতেই ফেরার সিদ্ধান্ত নিয়েছি৷ দেশ সেবা করার সুযোগ পাওয়াটা আমার কাছে দারুণ সম্মানের ছিল৷ সবার থেকে অসাধারণ সমর্থন এবং উৎসাহ পেয়েছি৷' ট্যুইটারে নিজের দীর্ঘ বিবৃতিও প্রকাশ করেছেন সুব্রহ্মণ্যম৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি৷
Its been a delight to work with @SubramanianKri. His academic brilliance, unique perspectives on key economic as well as policy matters and reformist zeal are noteworthy. Wishing him the very best for his coming endeavours. https://t.co/jZjrqWaJU7
— Narendra Modi (@narendramodi) October 8, 2021
আরও পড়ুন: 'ঘরে' ফিরল এয়ার ইন্ডিয়া, ১৮ হাজার কোটি টাকায় বাজিমাত টাটার!
ট্যুইটারেই সুব্রহ্মণ্যমকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'কে ভি সুব্রহ্মণ্যমের সঙ্গে কাজ করাটা অসাধারণ অভিজ্ঞতা ছিল৷ তাঁর শিক্ষাগত মেধা, অর্থনৈতিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি বিষয়ে দৃষ্টিভঙ্গি এবং সংস্কারের ইচ্ছা উল্লেখযোগ্য৷ ভবিষ্যতের জন্য তাঁকে শুভ কামনা জানাই৷'
সুব্রহ্মণ্যমও জানিয়েছেন, নর্থ ব্লকে কাটানো প্রতিটি দিন তাঁর কাছে ছিল বিশেষ সম্মানের৷ তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার প্রতি তিনি সুবিচার করার চেষ্টা করেছেন বলেও দাবি করেছেন সুব্রহ্মণ্যম৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকারের ভিতরে প্রত্যকের থেকে তিনি সমর্থন এবং উৎসাহ পেয়েছেন বলেও দাবি করেছেন সুব্রহ্মণ্যম৷
বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তিনি লিখেছেন, 'আমার প্রায় দীর্ঘ তিন দশকের পেশাদারি জীবনে এমন কোনও রাজনৈতিক নেতার সঙ্গে দেখা হয়নি যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে বেশি অনুপ্রাণিত করতে পারেন৷ বিভিন্ন অর্থনৈতিক নীতিকে যুক্তিপূর্ণ ভাবে বুঝে তা সাধারণ মানুষের জীবনের মানোন্নয়নে ব্যবহার করেন তিনি৷' পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত জানানো এবং সমর্থন করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকেও ধন্যবাদ জানিয়েছেন কে ভি সুব্রহ্মণ্যম৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।