#দিল্লি: পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রধান উপদেষ্টা পি কে সিনহা (P K Sinha)৷ ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেছেন বলে খবর৷ যদিও মোদির আস্থাভাজন এই আমলার আচমকা পদত্যাগের সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
ক্যাবিনেট সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলানোর পর গত ১৮ মাস ধরে প্রধানমন্ত্রী মুখ্য উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছিলেন পি কে সিনহা৷ পি কে সিনহাকে জায়গা করে দেওয়ার জন্যই প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদটি ২০১৯ সালে তৈরি করা হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতদিন দায়িত্বে থাকবেন, ততদিনই মুখ্য উপদেষ্টা হিসেবে এই পদে পি কে সিনহা থাকবেন বলেই তাঁর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল৷
দিল্লির অন্যতম অভিজ্ঞ আমলা পি কে সিনহা ক্যাবিনেট সচিব হিসেবে সবথেকে বেশি সময় দায়িত্ব সামলেছেন৷ চার বছর ওই পদে ছিলেন তিনি৷ যার মধ্যে তিন বার তাঁর ক্যাবিনেট সচিব হিসেবে তাঁর মেয়াদ বাড়ানো হয়৷ ১৯৭৭ সালের ব্যাচের এই আইএএস উত্তর প্রদেশ ক্যাডারের অফিসার ছিলেন৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন প্রথম বার প্রধানমন্ত্রী হন, তখন পি কে সিনহা ক্যাবিনেট সচিব ছিলেন৷ ২০১৯ সালে যখন মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তার পর পি কে সিনহাকে প্রধানমন্ত্রীর অফিসে অফিসার অন স্পেশ্যাল ডিউটি হিসেবে নিয়োগ করা হয়৷ তবে বিশেষ একটি পদ তৈরি করা হলেও পি কে সিনহাকে আলাদা করে কোনও পদমর্যাদা দেওয়া হয়নি৷ যেমন অজিত ডোভাল বা পি কে মিশ্রের মতো অফিসারকে ক্যাবিনেট মন্ত্রীর সমতুল পদমর্যাদা দেওয়া হয়েছে৷
ইউপিএ আমলেও তিন জন কেন্দ্রীয় মন্ত্রীর সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন পি কে সিনহা৷ নরেন্দ্র মোদির জমানায় পিএমও-তে সমস্ত মন্ত্রক এবং দফতরের নীতি সংক্রান্ত বিষয়গুলি দেখতেন পি কে সিনহা৷ পি কে মিশ্র বা অজিত ডোভাল যে বিষয়গুলি দেখতেন না, সেই সমস্ত ফাইলও দেখতেন পি কে সিনহাই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।