#দন্তেবাড়া: ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত এলাকা দন্তেবাড়ায় রবিবার প্রায় ৩০০ জন যুবক -যুবতীকে নিয়ে অনুষ্ঠীত হল গণবিবাহ ৷ সেই গণবিবাহেই ঘটে গেল বিপত্তি ৷ গণবিবাহে অংশ নেওয়া এক যুবক বিয়ে করার সময়ই হঠাৎ-ই অজ্ঞান হয়ে যায় ৷ মাটিতে লুটিয়ে পড়ে দাঁতে দাঁত লেগে যায় তাঁর ৷ উপস্থিত অতিথিরা জানান, যুবকটি মৃগী রোগে আক্রান্ত ৷
দান্তেবাড়ার এই গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ে আবগরী দফতরের মন্ত্রী কবাসী লখমা ৷ যুবকে এই অবস্থায় দেখে বিয়েতে হাজির নেতারা জুতো শুকোতে শুরু করেন যুবককে ৷ অন্যদিকে ডিজে গানে নাচতে থাকে অন্যান্য নেতা ৷ এই ঘটনার পর, ছত্তিশগড়ের এই বিয়ে ঘিরে শুরু হয় বিতর্ক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhattishgarh, Dance, Wedding