#রায়পুর: তিনবার ছত্তীসগড়ের মসনদ দখল করেছে বিজেপি ৷ এবার তাদের লক্ষ্য চতুর্থবারের জন্য রাজ্যে সরকার গড়া ৷ আর সেই লক্ষ্যেই এবার নির্বাচনী প্রচার জোরদার করেছে বিজেপি ৷
মাও হামলা-হিংসা-রক্তারক্তি-বিস্ফোরণের মধ্যেই ছত্তীসগড়ের ১৮টি আসনে ভোট পড়েছে ৭০ শতাংশ ৷ ভোটে লড়ছেন তিনবারের মুখ্যমন্ত্রী পেশায় চিকিৎসক রমন সিং । তাঁর বিরুদ্ধে রয়েছেন বিজেপি ছেড়ে কংগ্রেসে আসা করুণা শুক্লা । প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইজি করুণা । আগামী পাঁচ বছর কোন পথে বইবে ছত্তীসগড়ের রাজনীতি ? হাতশিবির না পদ্মরাজেই হবে বাজিমাত। সেই নিয়ে অন্ধকারে রাজনৈতিক বিশ্লেষকরাও ৷
৯০টি বিধানসভা আসনের মধ্যে ১৮টিতে প্রথম দফায় ভোট হয়েছে আজ ৷ এর মধ্যে ১২টি আসনই সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ বাকি ৭২টি আসনে ভোট হবে আগামী ২০ নভেম্বর ৷ লড়াইয়ের ময়দানে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর দলও। কংগ্রেস ত্যাগ করে আলাদা দল করেছেন অজিত। এবার মায়াবাতীর বিএসপির সঙ্গে জোট করেছে তাঁর দল।
অন্যদিকে স্থানীয় বিষয়কে গুরুত্ব দেয় কংগ্রেস। রাজ্যজুড়ে উন্নয়ন থমকে গিয়েছে। গত কয়েক বছরে পাল্লা দিয়ে বেড়েছে মাও হামলা। এর জন্য মুখ্যমন্ত্রী রমন সিংয়ের ‘দুর্নীতিকেই' কাঠগড়ায় তুলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। পাল্টা রমন বলেছেন রাহুলের অভিযোগ একেবারেই ভিত্তিহীন । তবে ভোট পর্ব শুরুর ঠিক আগে ধাক্কা খেয়েছে কংগ্রেস। দলত্যাগ করেছেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি ঘনরাম শাহু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhattisgarh 1st Phase Election 2018, India Assembly Election 2018