#চেন্নাই: লকডাউনের চতুর্থ দফা চলছে দেশ জুড়ে । সারা দেশেই অসহায় মানুষদের মুখে জমে উঠেছে দুশ্চিন্তার কালো মেঘ । এদিকে করোনা আতঙ্ক । অন্যদিকে লকডাউনের গুঁতো । সব মিলিয়ে মানুষের দুর্দশা চরমে ।
তার মধ্যেই এখনও বেঁচে রয়েছে কিছু মানবিকতা। বেঁচে রয়েছে কিছু সহৃদয়তা । যার জেরে আজও আমরা স্বপ্ন দেখি, বেঁচে থাকি । চেন্নাইয়ের মায়লাপোরের লালা থোট্টামের বাসিন্দা এক মহিলা এমনই পাশে থাকার বার্তা দিলেন । নিজে একবেলা খেয়ে ১৩ পোষ্যের মধ্যে বিলিয়ে দিলেন নিজের খাবার ।
ওই পশুপ্রেমী মহিলার নাম মীনা । মীনা বাড়ি বাড়ি রান্নার কাজ করেন । তাঁর ১৩টি পোষা কুকুর রয়েছে বাড়িতে । লকডাউন শুরু হতেই কাজ চলে যাওয়ায় হাতে টাকা পয়সাও কমে যায় । তাই নিজে একবেলা খাওয়ার সিদ্ধান্ত নেন মীনা । নিজের খাবার বিলিয়ে দেন পোষ্যদের মধ্যে । ৩৯ বছরের মীনা অবিবাহিত । তিনি চান না তাঁর আর তাঁর পোষ্যদের মধ্যে অন্য কেউ আসুক । তাই ১৩ সন্তানের মা হয়েই দিব্যি রয়েছেন মীনা ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chennai