#চেন্নাই: পর্দার ‘ধুম’ ছবির পুনরাবৃত্তি দেখা গেল বাস্তবের মাটিতে । চেন্নাইয়ের ব্যস্ত রাস্তায় চোরের পিছনে পুলিশের ধাওয়া করার রোমহর্ষক ভিডিও দেখে জনপ্রিয় সেই দৃশ্যগুলির কথাই মনে পড়ছে ।
চেন্নাইয়ের MMDA কলোনিতে এক ৫৬ বছরের বৃদ্ধ বাসিন্দার বাইক নিয়ে পালাচ্ছিল দুই মোবাইল চোর । তাদের ধরতে গিয়ে প্রথমে বাইকে, শেষে দৌড়ে চোরটিকে ধরে ফেলেন সাব-ইন্সপেক্টর আন্তিলীন রমেশ নামের ওই পুলিশকর্মী । একজন অবশ্য সুযোগ বুঝে পালিয়ে যায় । কিন্তু বাইক চালকটিকে পাকড়াও করে ফেলেন ওই পুলিশকর্মী ।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি সরু গলির মধ্যে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে একটি মোটর সাইকেল । তাতে দুই সাওয়ারি । পিছনে অন্য একটি বাইকেও রয়েছেন দু’জন । সামনের বাইকটিকে ধাওয়া করছে পিছনের বাইকটি । রাস্তার একটি সংকীর্ণ মোড়ে এসে প্রথম বাইকটি সামান্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ।
It’s not a scene from any movie. But the real life hero SI Antiln Ramesh single handed chasing and catching a mobile snatcher riding a stolen bike. Follow up led to arrest of three more accused and recovery of 11 snatched/stolen mobiles. pic.twitter.com/FJYdoma7I4
— Mahesh Aggarwal, IPS (@copmahesh1994) November 27, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chennai, Viral Video