#চেন্নাই: এমন এক খবর যা বারেবারে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে ৷ এক বিস্ময় বালকের কীর্তিতে সোশ্যাল মিডিয়া রীতিমত সরগরম ৷ তাও আবার সিঁড়িতে ওঠা নিয়ে সবার নজর কেড়েছে, কেননা কেউ দ্রুততার সঙ্গে কেউ আস্তে বা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে ওঠেন এটি স্বভাবজাত বৈশিষ্ট্যও বলা যেতে পারে ৷ চেন্নাইয়ের বিস্ময়কর বালক অদিভ সুকুমার গিনিজ ওয়াল্ড বুকের (Guinness World Record) এই সংক্রান্ত যাবতীয় রেকর্ড ভেঙে চুরমার করেছেন ৷
View this post on Instagram
কোমরে রিং দুলিয়ে বা যাকে আরও পরিষ্কার ভাবে কোমরে রিং নিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে দ্রুত ৫০টি সিঁড়ি উপরে উঠেছেন মাত্র ১৮ সেকেন্ড ২৮ মিলি সেকেন্ডে ৷ সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হতেই কাঁপাচ্ছে রীতিমত ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ মুহূর্তের মধ্যেই ৫০০টিরও বেশি কমেন্ট দেখতে পাওয়া গিয়েছে ৷ ৮৯,০০০ লাইক পড়েছে পোস্টে ৷ প্রথমে অদিভ ৩৮টি সিঁড়ি উপরে উঠেছিল এরপরে আরও ১২টি সিঁড়ি চড়ে এই বিস্ময় বালক ৷
প্রতিটি সিঁড়ি উঠার সময়েই জোরে জোরে উচ্চারণ করতে থাকেন য়যে কত নম্বর সিঁড়ি উঠলেন যাতে গণনায় স্বচ্ছতা থাকে ৷ অদিভ আমেরিকার ফারম্যানের রেকর্ড ভেঙেছেন ৫০ টি সিঁড়ি উঠেছিলেন ২৩ সেকেন্ড ৩৯ মিলি সেকেন্ডে ৷ ছোট্ট ছেলে কীর্তিতে আবেগে ভেসেছে গোটা সোশ্যাল মিডিয়া, ঘরে বাইরে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video