হোম /খবর /দেশ /
কোমরে রিং নিয়ে নাচতে নাচতে মাত্র ১৮ সেকেন্ডে ৫০ সিঁড়ি উত্তরণ, ভিডিও কাঁপাচ্ছে

Guinness World Record: বিস্ময়কর বালক! সমস্ত রেকর্ড চুরমার, কোমরে রিং নিয়ে নাচতে নাচতে মাত্র ১৮ সেকেন্ডে ৫০ সিঁড়ি উত্তরণ, ভিডিও কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া

এক মুহূর্তেই সৃষ্টি হয়েছে নতুন কীর্তি, সোশ্যাল মিডিয়া ভেসেছে আবেগে, শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: এমন এক খবর যা বারেবারে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে ৷ এক বিস্ময় বালকের কীর্তিতে সোশ্যাল মিডিয়া রীতিমত সরগরম ৷ তাও আবার সিঁড়িতে ওঠা নিয়ে সবার নজর কেড়েছে, কেননা কেউ দ্রুততার সঙ্গে কেউ আস্তে বা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে ওঠেন এটি স্বভাবজাত বৈশিষ্ট্যও বলা যেতে পারে ৷ চেন্নাইয়ের বিস্ময়কর বালক অদিভ সুকুমার গিনিজ ওয়াল্ড বুকের (Guinness World Record) এই সংক্রান্ত যাবতীয় রেকর্ড ভেঙে চুরমার করেছেন ৷

কোমরে রিং দুলিয়ে বা যাকে আরও পরিষ্কার ভাবে কোমরে রিং নিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে দ্রুত ৫০টি সিঁড়ি উপরে উঠেছেন মাত্র ১৮ সেকেন্ড ২৮ মিলি সেকেন্ডে ৷ সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হতেই কাঁপাচ্ছে রীতিমত ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ মুহূর্তের মধ্যেই ৫০০টিরও বেশি কমেন্ট দেখতে পাওয়া গিয়েছে ৷ ৮৯,০০০ লাইক পড়েছে পোস্টে ৷ প্রথমে অদিভ ৩৮টি সিঁড়ি উপরে উঠেছিল এরপরে আরও ১২টি সিঁড়ি চড়ে এই বিস্ময় বালক ৷

প্রতিটি সিঁড়ি উঠার সময়েই জোরে জোরে উচ্চারণ করতে থাকেন য়যে কত নম্বর সিঁড়ি উঠলেন যাতে গণনায় স্বচ্ছতা থাকে ৷ অদিভ আমেরিকার ফারম্যানের রেকর্ড ভেঙেছেন ৫০ টি সিঁড়ি উঠেছিলেন ২৩ সেকেন্ড ৩৯ মিলি সেকেন্ডে ৷ ছোট্ট ছেলে কীর্তিতে আবেগে ভেসেছে গোটা সোশ্যাল মিডিয়া, ঘরে বাইরে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Viral Video