#নয়াদিল্লি: ৭২ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লায় ভাষণে এনডিএ সরকারের একাধিক সাফল্যের কথা টেনে আনেন প্রধানমন্ত্রী। পূর্বতন ইউপিএ সরকারকে কটাক্ষের সুরে বিদ্যুত থেকে নিকাশি, রান্নার গ্যাসের সংযোগ থেকে অপটিক্যাল ফাইবার, ব্যবসা থেকে শিক্ষা, মহাকাশ অভিযান সবই উঠে আসে তাঁর ভাষণে।
আরও পড়ুন: ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জন আরোগ্য অভিযান, দেখে নিন কী কী সুবিধা মিলবে
এবার স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করছে কেন্দ্রীয় সরকার। আপাতত ৫০ কোটি মানুষ আওতায় থাকবেন। প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা থাকবে। দরিদ্রদের জন্য চালু হলেও পরে নিম্নবিত্তদেরও এর আওতায় আনা হবে। লালকেল্লার ভাষণে বললেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ‘ঘুমন্ত হাতি’ ভারত এখন দৌড়চ্ছে, গোটা বিশ্ব সেই দৌড় দেখছে : প্রধানমন্ত্রী
প্রাথমিকভাবে socio-economic caste census (SECC) 2011 অনুযায়ী প্রায় ১০০ মিলিয়ন মানুষ গ্রামীণ ও শহরাঞ্চল থেকে এই বিমার আওতায় আসবেন ৷
আরও পড়ুন: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জের, আগামী ২ দিন রাজ্যে ভারী বৃষ্টি
দেখে নিন এই বিমার আওতায় আপনি পড়ছেন কিনা-
১. প্রথমে Ayushman Bharat website এ লগ ইন করুন২. এরপর হোমপেজে ‘Download Beneficiary List’ ট্যাবে ক্লিক করুন৩. আপনার ঠিকানা অনুযায়ী ‘Rural’ ও ‘Urban’ এ ক্লিক করুন ৷৪. এরপর নিজের মোবাইল নম্বর দিন ৷ আপনার ফোনে একটি ওটিপি আসবেন ৷৫. ওটিপি নির্দিষ্ট জায়গায় দিলে লিস্ট ডাউনলোড করা যাবে ৷৬. সিল্ট সেভ করে রাখুন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।