#অমৃতসর: পঞ্জাবে (Punjab Election Results) আপ ঝড়ে উড়ে গেলেন কংগ্রেসের হেভিওয়েট প্রার্থীরা৷ মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi) থেকে শুরু করে পঞ্জাবের কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu), হারের মুখ দেখতে চলেছেন প্রায় প্রত্যেকেই৷ পঞ্জাবে হেরে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও (Captain Amrinder Singh)৷
শুধু চান্নি বা সিধু নন, পঞ্জাবে কংগ্রেসের বিদায়ী মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই হয় হেরে গিয়েছেন নয় পরাজয়ের মুখে দাঁড়িয়ে৷ জয় নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে দু'টি কেন্দ্র থেকে প্রার্থী করেছিল কংগ্রেস৷
আরও পড়ুন: পঞ্জাবে ৯০ পেরলো আপ, উত্তর প্রদেশ, মণিপুর ও উত্তরাখণ্ডে জয়ের পথে বিজেপি
চমকপুর সাহিবের পাশাপাশি ভাদৌর কেন্দ্রেও প্রার্থী হয়েছিলেন চান্নি৷ এর মধ্যে চমকপুর সাহিব কেন্দ্রের বিধায়ক ছিলেন চান্নি৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, দুই কেন্দ্রেই পিছিয়ে রয়েছেন চান্নি৷ দু'টি কেন্দ্রেই এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল৷
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী বীরেনের বিরাট জয়! মণিপুরেও গেরুয়া রঙের দাপট
অন্যদিকে অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে হারের মুখে পঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোৎ সিং সিধু৷ ওই কেন্দ্রেও এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থী৷
অন্যদিকে পাটিয়ালা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ ট্যুইট করে নিজেই পরাজয় স্বীকার করে নিয়েছেন ক্যাপ্টেন৷ মুখ্যমন্ত্রী পদ হারানোর পঞ্জাব লোক কংগ্রেস নামে নিজের দল গঠন করেছিলেন অমরিন্দর সিং৷ বিজেপি-র সঙ্গে জোটও গড়েছিলেন তিনি৷ কিন্তু ক্যাপ্টেনের সঙ্গে সেই জোটকেও প্রত্যাখ্যান করল পঞ্জাবের মানুষ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Punjab