#কলকাতা: যাত্রীদের সুবিধার্থে ট্রেনের রিজার্ভেশনে নাম বদলের পদ্ধতি আরও সহজ করল রেল ৷ একজনের নামে কাটা টিকিটে এবার যাত্রা করতে পারবেন তার আত্মীয়রা৷ কীভাবে ? খুব সহজ ৷ আপনার কাছে যদি কনফার্মড টিকিট থাকে কিন্তু কোনও কারণে আপনি সেদিন যাত্রা করতে না চান তাহলে অন্যের নামে টিকিটটি আপনি ট্রান্সফার করে দিতে পারবেন ৷ তবে তার জন্য সামান্য একটি শর্ত ৷ রিজার্ভেশন কাউন্টারে গিয়ে টিকিট ও আপনার পরিচয়পত্র দেখালেই আরও থাকবে না কোনও সমস্য ৷
এর আগেও অবশ্য নাম বদল করা যেত তবে তার জন্য বেশ কিছুন শর্ত রাখা হয়েছিল রেলের তরফে ৷ সেগুলি হল-
১. যাত্রার ২৪ ঘণ্টা আগে সরকারি কর্মচারীরা টিকিট ট্রান্সফার করতে পারবেন ৷ তবে তার জন্য লিখিত আবেদন জানাতে হবে ৷
২. আপনার পরিবারের অন্য সদস্যের নামে টিকিট ট্রান্সফার করা যাবে যাত্রার ২৪ ঘণ্টার আগে ৷
৩. নামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য ৷ তবে ৪৮ ঘণ্টা আগে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের চিঠি লাগবে ৷ সেই প্রতিষ্ঠানেরই অন্য পড়ুয়ার নামে টিকিট ট্রান্সফার করা যাবে ৷
৪. কোন বিয়ে বাড়ির উপলক্ষে যদি যাত্রা করা হয় এবং সেই পরিবারের কর্তা যদি চিঠি দেন ৪৮ ঘণ্টা আগে তাহলে অন্যের নামে বদল করা যাবে টিকিট ৷
৫. NCC-র ছাত্ররাও বদল করতে পারবেন টিকিট। সেক্ষেত্রে ২৪ ঘণ্টা আগে গ্রুপের হেডের চিঠি লাগবে ৷ NCC-র অন্য ছাত্রের নামে টিকিট ট্রান্সফার করা যাবে ৷
তবে একটি টিকিট কেবল একবারই বদল করা যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Confirmed Rail Tickets, Indian Railways, Name Change In Tickets, Railway Reservations