#নয়াদিল্লি: চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান ২। সব কিছু ঠিক থাকলে রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম। ভোর সাড়ে ৫টা নাগাদ ল্যান্ডার থেকে বেরিয়ে যাবে রোভার 'প্রজ্ঞান'। এরপরই চাঁদের মাটিতে ঘুরে ঘরে তথ্য যোগাড়ের কাজ শুরু করবে এই রোভার। আর এই গোটা ঘটনার সাক্ষী থাকতে ইসরোর দফতরে ইতিহাসের উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। ২২ জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ২ উৎক্ষেপণ করে ইসরো।
আরও পড়ুন উত্তরপ্রদেশের স্কুলে মিড ডে মিলে নুন-রুটি! খবরের সত্যতা মানলেন রাঁধনিও
দেড় মাসের পার্থক্যে চাঁদের মাটিতে ইতিহাত গড়ার পথে ইসরো৷ চন্দ্রযান ২ নামবে চাঁদের মাটিতে৷ সেখানেই ঘুরে ঘুরে তথ্য জোগার করবে রোভার প্রজ্ঞান৷ যখন এই ঘটনা ঘটবে, তখন সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী৷ সঙ্গে থাকবে স্কুলপড়ুয়ারা৷ চাঁদের মাটিতে পা দেওয়া নিয়ে চতুর্থ দেশ হিসেবে ইতিহাস গড়বে ভারত৷ এর আগে চাঁদের মাটিতে পা দেওয়ার নজির ছিল রাশিয়া,আমেরিকা,চিনের৷ এবার সে তালিকায় যুক্ত হতে চলেছে ভারতও৷ চন্দ্রযান ২-এর সাফল্যের আশায় গোটা দেশ৷