‘NCP-কে ভোট দেওয়া নিজের মৃত্যুকে ডেকে আনার সমান’, দাবি চন্দ্রবাবু নাইডুর

‘NCP-কে ভোট দেওয়া নিজের মৃত্যুকে ডেকে আনার সমান’, দাবি চন্দ্রবাবু নাইডুর
  • Share this:

#অমরাবতী: ‘এনসিপি-কে ভোট দেওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা !’

শুক্রবার বিশাখাপত্তনমের নারসিপাতনামে একচি পথসভা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ সেই পথসভা থেকেই এনসিপি-কে কড়া ভাষায় আক্রমণ করেন নাইডু ৷ তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনে যদি আপনি এনসিপি-কে ভোট দেন ৷ তাহলে সেটি আপনার মৃত্যুকে সামনে ডেকে আনারই সমান ৷ এনসিপিকে ভোট দেওয়া মানে নিজের হাতে মৃত্যু পরোয়ানা লিখে দেওয়া ৷ আপনি কি চান নিজে সেটা ?’ ভোটারদের উদ্দেশে এভাবেই প্রশ্ন ছুঁড়ে দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো নাইডু ৷

টিডিপি যদি আবারও ক্ষমতায় আসে রাজ্যের ৷ তাহলে রাজ্যের উন্নতি এবং সমৃদ্ধি বজায় থাকবে ৷ এমনটাই দাবি করেন টিডিপি সুপ্রিমো নাইডু ৷ একইসঙ্গে তিনি আরও দাবি করেন, ‘এনসিপি প্রধান ওয়াইএস জগনমোহন রেড্ডি আমাদের রাজ্যের জন্য খুবই ক্ষতিকর ৷ ২০১২ সালে আর্থিক দুর্নীতির কারণে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন জগন ৷’

আসন্ন নির্বাচনে বিশাখাপত্তনমে জনসেনা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াবেন জগনমোহন রেড্ডি ৷

First published: 07:06:37 PM Mar 22, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर