corona virus btn
corona virus btn
Loading

শীঘ্রই ডিজিটাল লেনদেনের জন্য আধার পে সার্ভিস চালু করতে চলেছে সরকার

শীঘ্রই ডিজিটাল লেনদেনের জন্য আধার পে সার্ভিস চালু করতে চলেছে সরকার

কার্ডের ব্যবহার ও ডিজিট্যাল পেমেন্টে সাধারণ মানুষের উৎসাহ বাড়াতে নয়া উদ্যোগ নিল সরকার ৷

  • Share this:

#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকেই ক্যাশলেস লেনদেন জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷  কার্ডের ব্যবহার ও ডিজিট্যাল পেমেন্টে সাধারণ মানুষের উৎসাহ বাড়াতে নয়া উদ্যোগ নিল সরকার ৷ এবার আধার পে সার্ভিসের মাধ্যমে আধার কার্ড এবং টিপ সই মারফতই সহজেউ ক্যাশলেস লেনদেন করতে পারবেন সাধারণ মানুষ ৷ শুক্রবার এমনটাই জানিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ ৷ এই মুহূর্তে পরীক্ষামূলকভাবে পরিষেবাটি চালু করেছে  IDBI ও IDFC ব্যাঙ্ক ৷ ‘আমরা আধার পে সার্ভিস চালু করতে চলেছি ৷ এর মাধ্যমে লেনদেন করার জন্য ফোন বা কোনও ডেবিট বা ক্রেডিট কার্ড লাগবে না ৷ লেনদেনের জন্য কেবল নিজের আধার নম্বর জানাতে হবে  ৷ এরপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথেন্টিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে’, জানান রবি শঙ্কর প্রসাদ ৷ তবে এর জন্য আধার মন্বরটি ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে ৷ ২০১৪ মে মাসে ব্যাঙ্কের সঙ্গে মাত্র ৬.৭ আধার কার্ড লিঙ্ক ছিল ৷ এখন সেই সংখ্যাটি গিয়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি পর্যন্ত ৷ প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্রায় ২ কোটি আধার কার্ড লিঙ্ক করা হচ্ছে ৷

রবি শঙ্কর প্রসাদ জানিয়েছেন, এই মুহূর্তে ১৪টি ব্যাঙ্কে এই পরিষেবা চালু করার জন্য আগ্রহ দেখিয়েছে ৷ বাকি ব্যাঙ্কের সঙ্গেও আলোচনা চলছে ৷ খুব শীঘ্রই চালু হতে চলেছে এই পরিষেবা ৷ কিছু ব্যাঙ্ক এই নিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছে ৷

First published: January 28, 2017, 10:11 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर