#নয়াদিল্লি: লোকসভায় পাস হয়ে গিয়েছে তিন তালাক বিল৷ এ বার পরীক্ষা রাজ্যসভায়৷ আজ অর্থাত্ সোমবার রাজ্যসভায় তিন তালাক বিল পেশ করবে কেন্দ্র৷ ভোটাভুটি হবে বিল নিয়ে৷ তাই সাংসদদের হাজিরায় হুইপ জারি করল বিজেপি ও কংগ্রেস৷
তিন তালাক বিল আইন হয়ে গেলে জামিন-অযোগ্য ফৌজদারি অপরাধের তকমা পাবে তিন তালাক প্রথা। সে ক্ষেত্রে অভিযুক্ত স্বামীর শাস্তি হবে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানা। আর স্ত্রী পাবেন ভরনপোষণ ও খোরপোষ৷
গত বৃহস্পতিবার লোকসভায় পাস হয়ে গিয়েছে তিন তালাক বিল৷ বিলের পক্ষে ভোট পড়ে ২৪৫টি৷ বিলের বিপক্ষে ভোট পড়ে ১১৷ বিলের বিরোধিতায় লোকসভা থেকে ওয়াক-আউট করে কংগ্রেস ও বিজেপি-র বন্ধু দল এআইএডিএমকে৷ কয়েকটি সংশোধনীর পর গত ১৭ ডিসেম্বর তিন তালাক বিল নিয়ে অর্ডিন্যান্স জারি করে বিলটিকে লোকসভায় পেশ করে কেন্দ্র৷ গত সেপ্টেম্বরে অর্ডিন্যান্স জারি করা হয়৷
৬ মাসের মধ্যেই সংসদে পাস না হলে, অর্ডিন্যান্সের মেয়াদ অতিক্রান্ত হবে। হিন্দি বলয়ে ভোটে ভরাডুবির পর ২০১৯ লোকসভা ভোটের আগে চাপে টিম মোদি। এই পরিস্থিতিতেই ড্যামেজ কন্ট্রোলে মোদি সরকারের তুরুপের তাস হতে পারে তিন তালাক বিল।