#নয়া দিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে দেশের শীর্ষ আদালতে দায়ের করা একাধিক পিটিশন নিয়ে আদালতকে জবাব পৌঁছে কেন্দ্র। এদিন সুপ্রিম কোর্টে কেন্দ্রের পক্ষ থেকে প্রাথমিক জবাব দাখিল করা হয়। সেখানে প্রথমেই বলা হয়েছে, দেশের বর্তমান কোনও নাগরিকের অধিকার খর্ব করছে না এই সিএএ আইন। বরং সেই অধিকার রক্ষার কাজই করবে এটি। এর পাশাপাশি দাবি করা হয়েছে, এ সার্বভৌম ক্ষমতার বলে সংসদ সিএএ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে, সেই ক্ষমতাকে খর্ব করে আদালতের সামনে এই নিয়ে প্রশ্নোত্তর চালানো উচিত নয়। এতে সংসদের সার্বভৌমত্ত্ব নষ্ট হতে পারে। জবাবে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু কারা, সেই বিষয়টি চিহ্নিত করার ক্ষমতা কেন্দ্রের আছে। আর সেই অধিকার বলেই কেন্দ্র এই কাজ করেছে। কেন্দ্র এদিন সিএএ–এর বিরুদ্ধে দায়ের করা একাধিক রিট পিটিশনের পাল্টা প্রাথমিক হলফনামাও জমা করেছে। এর আগে দেশের শীর্ষ আদালতে সিএএ নিয়ে প্রায় ১৪০টি পিটিশন দাখিল করা হয়েছিল। আর সেটি নিয়েই আদালত কেন্দ্রের জবাব চেয়েছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAA, CAA Hearing, Centrel gov, Supreme Court