হোম /খবর /দেশ /
CCTV-র হাড়হিম করা ফুটেজ! পার্কিং-এ থাকা গাড়ির ওপর কীভাবে হামলা হল দেখুন...

CCTV-র হাড়হিম করা ফুটেজ! পার্কিং-এ থাকা গাড়ির ওপর কীভাবে হামলা হল দেখুন...

Photo Courtesy: ANI

Photo Courtesy: ANI

সোশ্যাল মিডিয়ায় দিল্লির এই ভিডিওটি সামনে আসতেই ফের দিল্লির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটেজেনরা৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: পার্কিং-এ গাড়ি দাঁড়িয়ে রয়েছে৷ রাতের অন্ধকারে সেই গাড়ির ওপরই চলল হামলা৷ নির্মমভাবে গাড়ির ওপর হামলা চালাল ৪ দুষ্কৃতি৷ দিল্লির তিলক নগরের এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে৷ অনেকেই রাতে পার্কিং-এ গাড়ি রাখেন৷ কিন্তু এই বিশ্বাস নিয়ে যে তার গাড়ি অক্ষত থাকবে৷ তবে এভাবে যদি গাড়ির ওপর হামলা চলে, তাহলে তো সবসময়ই ভয় ভয় থাকতে হবে৷ গাড়ির ওপর হামলার পুরো ঘটনাই ধরা পড়েছে CCTV-তে৷ সেই ভিডিও ছড়িয়ে পড়েছে বেশ দ্রুত গতিতে৷

ভিডিওটিতে দেখা গিয়েছে যে গাড়ির ভিতর চালক ঢুকেছেন৷ হঠাৎই ৩-৪জন সশস্ত্র দুষ্কৃতি এসে গাড়িটি ঘিরে ধরে৷ গাড়ির দরজা খুলে গাড়িটি ডিকি খোলে তারা৷ তারপর কিছুক্ষণ এভাবেই চলে তান্ডব৷ তারপর তারা ধীরেধীরে পিছিয়ে যায়৷ যে সময় এই ঘটনাটি ঘটেছে, তখন আশেপাশে বহু মানুষ ঘুরছিলেন৷ এক বাইক আরোহীকেও দেখা যায়৷ রাত ১ নাগাদ এই ঘটনা ঘটে৷ সিসিটিভিতে সেই সময়টি দেখা যায়৷ দিল্লিতে এই ঘটনা বেশ শোরগোল পড়েছে৷

সোশ্যাল মিডিয়ায় দিল্লির এই ভিডিওটি সামনে আসতেই ফের দিল্লির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটেজেনরা৷ তাদের প্রশ্ন দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে৷ এর আগেই জেএনইউকাণ্ডে রীতিমত সমালোচনার মুখে পরে পুলিশ৷ এরপর দিল্লির রাস্তায় এমন ঘটনায় পুলিশের কী ভূমিকা, তা নিয়ে সকলে প্রশ্ন তুলছেন সকলে৷

Published by:Pooja Basu
First published:

Tags: CCTV, Delhi, Viral