Home /News /national /
Coronavirus: পরীক্ষা দিতে হবে না, অষ্টম শ্রেণী অবধি পাশ করিয়ে দেওয়ার নির্দেশ CBSE বোর্ডের, নবম ও একাদশের মূল্যায়ন টেস্টের ভিত্তিতে

Coronavirus: পরীক্ষা দিতে হবে না, অষ্টম শ্রেণী অবধি পাশ করিয়ে দেওয়ার নির্দেশ CBSE বোর্ডের, নবম ও একাদশের মূল্যায়ন টেস্টের ভিত্তিতে

পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার নির্দেশ জারি ৷

  • Last Updated :
  • Share this:
#নয়াদিল্লি: দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ সংক্রমণ রুখতে ১৪ এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে লকডাউন ৷ বন্ধ সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও ৷ এমন পরিস্থিতি স্কুলে পরীক্ষা নেওয়া অসম্ভব ৷ তাই পড়ুয়াদের কথা ভেবে নয়া সিদ্ধান্ত সিবিএসই বোর্ডের ৷ পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার নির্দেশ জারি ৷বুধবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ড: রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ট্যুইট করে বলেন, ‘কোভিড ১৯ এর কারণে দেশের বর্তমান পরিস্থিতিকে নজরে রেখে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পরবর্তী ক্লাসে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’একইসঙ্গে নবম ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্যেও বিশেষ সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই বোর্ড ৷ হয়ে যাওয়া টেস্ট ও প্রোজেক্ট-অ্যাসানমেন্টের উপর মূল্যায়ন করেই পাশ করিয়ে দেওয়া হবে ক্লাস নাইন ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের ৷অন্যদিকে, ১৮ মার্চ সিবিএসই পরীক্ষা হওয়ার কথা ছিল৷ করোনা ভাইরাসের জেরে তা বাতিল হয় ৷ দেশজুড়ে করোনা আতঙ্কের কারণে ৩১ মার্চ পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় সিবিএসই ৷ বুধবার মানব সম্পদ উন্নয়নমন্ত্রী জানান, তিনি সিবিএসই বোর্ডকে পরামর্শ দিয়েছিলেন ২৯টি বিষয় বেছে, সেগুলির উপরেই পরীক্ষা নিতে৷ পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবেই বিষয়গুলি বাছা হচ্ছে৷ তিনি বলেন, 'যখন বোর্ড পরীক্ষা নেওয়ার মতো পজিশনে থাকবে, তখন ২৯টি বিষয়েই পরীক্ষা হবে৷ নোটিস দিয়ে দেওয়া হবে৷'
Published by:Elina Datta
First published:

Tags: CBSE, Coronavirus, Lockdown