Home /News /national /
এবার একই দিনে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, প্রস্তাব বোর্ডের

এবার একই দিনে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, প্রস্তাব বোর্ডের

Representative Image

Representative Image

এবার একই দিনে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, প্রস্তাব বোর্ডের

 • Share this:

  #নয়াদিল্লি: দিন বা মাসের ব্যবধানে নয়, একই দিনে হবে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা ৷ অদূর ভবিষ্যতে এমন পরীক্ষা নীতি চালু করার প্রস্তাব উঠল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই বোর্ডে ৷

  একই দিনে হলেও একই সঙ্গে নয় ৷ দিনের প্রথম অর্ধে একটি শ্রেণী ও দ্বিতীয় অর্ধে অপর শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে বলে বোর্ডের প্যানেল কমিটিকে প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এর আগে দুটি আলাদা আলাদা শ্রেণীর বোর্ডের পরীক্ষা একই দিনে কখনও হয়নি ৷ তবে এই নীতি এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন CBSE বোর্ডের পাবলিক রিলেশন অফিসার রামা শর্মা ৷

  তবে দেশের বৃহত্তম স্কুল বোর্ড সিবিএসই-এর এমন প্রস্তাবের পিছনে প্রধান কারণ হচ্ছে, অহেতুক সময় নষ্ট না করে অল্প দিনের মধ্যেই পুরো পরীক্ষা প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে ৷ ফলে শিক্ষকেরাও খাতা দেখার জন্য অনেকটা সময় পাবেন ৷ যাতে মূল্যায়ন পদ্ধতি আরও নির্ভুল হবে ৷

  সম্প্রতি সিবিএসই বোর্ডের মূল্যায়ন পদ্ধতি নিয়ে অভিযোগ ওঠে ৷ ক্রুটিপূর্ণ মূল্যায়নের কারণে ফলাফল প্রকাশের পর পুনর্মূল্যায়নে অনেক পড়ুয়ারই নম্বর অনেক বেড়েছে ৷ অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যাক পরীক্ষার্থীর রেজাল্ট তৈরির সময় নম্বর যোগে বিভ্রান্তি ঘটে ৷ সেই ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করতেই একইসঙ্গে পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশের জন্য একটু লম্বা সময় হাতে রাখতে চাইছে CBSE বোর্ড ৷

  এই বোর্ডের অধীনস্থ গোটা দেশের ১৮ হাজার স্কুল ও তাদের লক্ষাধিক পড়ুয়া ৷ আগামী দিনে নয়া পরীক্ষা পদ্ধতি চালু হলে দেশের শিক্ষাব্যবস্থায় বড় একটি পরিবর্তন আসবে ৷

  First published:

  Tags: CBSE, CBSE 10th And 12th Exam, CBSE Board, CBSE exam

  পরবর্তী খবর