• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ফের দশম-দ্বাদশে দু’টি বিষয়ে পরীক্ষা নেবে সিবিএসই

ফের দশম-দ্বাদশে দু’টি বিষয়ে পরীক্ষা নেবে সিবিএসই

Photo: CBSE

Photo: CBSE

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণিতে ফের নেওয়া হবে পরীক্ষা ৷ প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ডের তরফে জানা গিয়েছে ৷

 • Share this:

  #নয়াদিল্লি: সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণিতে ফের নেওয়া হবে পরীক্ষা ৷ প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ডের তরফে জানা গিয়েছে ৷ সিবিএসই-র দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা ফের নেওয়া হবে। নেওয়া হবে দ্বাদশ শ্রেণির ইকনমিক্স পরীক্ষাও। একসপ্তাহের মধ্যে হবে দু’টি পরীক্ষা ৷ নতুন পরীক্ষার দিন পরে জানানো হবে বলে খবর ৷ এ বছর দশম শ্রেণির পরীক্ষার্থীর সংখ্যা ১৬লক্ষ ৩৮ হাজার এবং দ্বাদশের পরীক্ষার্থী ১১ লক্ষ ৮৬ হাজার ৷

  আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ, ২ সন্দেহভাজনকে নগ্ন করে রাস্তায় হাঁটাল জনতা

  গত বুধবার সিবিএসই-র অঙ্ক পরীক্ষা ছিল। বেশিরভাগ পড়ুয়াই জানিয়েছিল, প্রশ্নপত্র সহজ হওয়ায় পরীক্ষা ভাল হয়েছে ৷ কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার রাতে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় ওই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ মঙ্গলবার ছিল দ্বাদশ শ্রেণির ইকনমিক্সের পরীক্ষা । এক্ষেত্রেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে । তাই দু’টি পরীক্ষাই ফের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ৷

  আরও পড়ুন: জাতীয় ছুটি বাতিল, সপ্তাহান্তে জমা দিতে পারবেন আয়কর রিটার্ন

  First published: