#কলকাতা: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের কারণে পিছিয়ে গেল CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ ৯ মার্চ থেকে নতুন সূচিতে শুরু হবে পরীক্ষা ৷
এদিন সিবিএসই বোর্ডের থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ‘পঞ্জাব, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশ- পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের কারণে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে ২০১৭-এর ৯ মার্চ ৷’
একইসঙ্গে বোর্ডের তরফে জানানো হয়, কোনও বাধা বা অশান্তি ছাড়াই পরীক্ষাপর্ব সম্পন্ন করতে বোর্ড এক্সাজম এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে পড়ুয়ারাও উপকৃত হবে ৷ নতুন পরীক্ষা সূচি অনুযায়ী পরীক্ষার প্রস্তুতির জন্য তারা আরও অতিরিক্ত সাতদিন সময় পাবে ৷
আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ ৪ ফেব্রুয়ারি গোয়া ও পঞ্জাবে বিধানসভা নির্বাচন ৷ একইদিনে এক দফাতেই সম্পন্ন হবে ওই দু’রাজ্যের ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ উত্তরাখণ্ডে এক দফায় আগামী ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হবে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া ৷ মণিপুরে দু’দফায় ৪ ও ৮ মার্চ এবং উত্তরপ্রদেশে সাত দফায় ১১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে নির্বাচন ৷ একসঙ্গে ১১ মার্চ পাঁচ রাজ্যের গণনার ফল ঘোষিত হবে ৷
৮ মার্চ নির্বাচন শেষের পরই শুরু হবে CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBSE Board, CBSE exam, Exam