#নয়াদিল্লি: মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক, CBSE দ্বাদশ থেকে ICSE এবং ISC-এর পর এবার CBSE দশম শ্রেণীর ফলপ্রকাশের পালা ৷ বোর্ড সূত্রে খবর, ৩১ মে থেকে ২ জুনের মধ্যে দশম শ্রেণীর ফল প্রকাশ করবে CBSE ৷
তবে জল্পনা আজ অর্থাৎ বুধবারই CBSE দশম শ্রেণীর রেজাল্ট ঘোষণা করবে সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন ৷
ফলপ্রকাশের পর অনলাইনে সিবিএসই-এর সরকারি ওয়েবসাইট cbse.nic.in, cbseresults.nic.in-এ রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা ৷
চলতি বছরে CBSE-এর দশম শ্রেণীতে নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা ছিল ১৪ লাখ ৯৯ হাজার ২৬২ জন ৷ এর মধ্যে বোর্ড এক্সজামে বসেছিলেন ১৪ লাখ ৯৬ হাজার ০৬৬ জন পড়ুয়া ৷
২৮ মে CBSE-এর দ্বাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশিত হয়েছে ৷ এবছর সার্বিকভাবে দ্বাদশে পাসের হার কমেছে ৷ এবছর পাসের হার ৮২ শতাংশ ৷ ২০১৬ সালে সার্বিক পাসের হার ছিল ৮৩ শতাংশ ৷