#নয়াদিল্লি: বছরের শেষ সন্ধেয় নির্ধারিত সময়েই সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য সূচি ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ ৪ মে শুরু হবে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ৷চলবে ১০ জুন পর্যন্ত ৷ অর্থাৎ গোটা মে মাস ও জুনের প্রথম কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে বোর্ড পরীক্ষা ৷ ১৫ জুলাই হবে ফলপ্রকাশ ৷
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানান, দশম ও দ্বাদশ শ্রেণীর পুরো ডেটা শিট শীঘ্রই জারি করা হবে ৷ প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে লিখিত পরীক্ষার আগেই ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পয়লা মার্চ থেকে বোর্ডের প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য দিন ধার্য করা হয়েছে ৷ তিনি বলেন, সমস্ত পরিস্থিতি বিচার করে এবং কয়েক প্রস্থ আলোচনার পরই পরীক্ষা সূচি তৈরি করা হয়েছে ৷
তবে অনলাইনে নয়, সমস্ত সতর্কতা নিয়ে ও কোভিড বিধি মেনেই ক্লাসরুমে পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে রমেশ পোখরিয়াল ৷ তবে এসম্পর্কে বিস্তারিত নির্দেশিকা পরে স্কুলগুলিকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷ অর্থাৎ স্কুলে কিভাবে নেওয়া হবে পরীক্ষা ৷ এক একটি ক্লাসরুমে কতজন পড়ুয়া থাকবে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি আলাপআলোচনার পর নির্দিষ্ট করে বিস্তারিত নির্দেশিকা জারি করবে কেন্দ্র ৷
করোনা পরিস্থিতিতে মার্চ থেকে বন্ধ স্কুল ৷ অনলাইনেই চলছে পঠনপাঠন ৷ করোনা পরিস্থিতিতে সেই কথা মাথায় রেখেই সিলেবাসে করা হয়েছে কাঁটছাঁট ৷ পাঠক্রমের বোঝা কমাতেই ৩০ শতাংশ অর্থাৎ প্রায় ১৯০টি বিষয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সিলেবাসে বদল আনা হয়েছে ৷ তবে এই ব্যবস্থা শুধুমাত্র এককালীন অর্থাৎ শুধুমাত্র ২০২০-২১ শিক্ষাবর্ষে পড়ুয়াদের জন্যই এই ব্যবস্থা বলে স্পষ্ট করে সিবিএসই বোর্ড ৷
অন্যান্য বছরের মতো এবার জানুয়ারি ফেব্রুয়ারিতে নয়, পরীক্ষা হবে আরও পরে, তা আগেই জানিয়েছিল কেন্দ্র ৷ সাধারণত সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় জানুয়ারি মাসে প্র্যাক্টিক্যাল ও ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে থিওরিটিক্যাল পরীক্ষা নেওয়া হয়।
Somraj Bandopadhyay
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।