#নয়াদিল্লি: জল্পনার মধ্যেই ঘোষিত সিবিএসই রেজাল্ট ৷ প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল ৷ মোট পরীক্ষার্থীর ৮৮.৭৮ শতাংশ পাশ করেছে বলে জানিয়েছে বোর্ড ৷ করোনার কারণে এবার কোনও মেরিট লিস্ট প্রকাশ করা হবে না বলে জানিয়েছে সিবিএসই৷ বিভিন্ন ওয়েবসাইট, আইভিআরএস, মোবাইল অ্যাপ ও এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা ৷
cbse.nic.in, www.results.nic.in, www.cbseresults.nic.in- এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা ৷ ওয়েবসাইটে রেজাল্ট দেখতে হলে সাইটে দেওয়া রেজাল্ট লিঙ্কের উপর ক্লিক করে স্কুলের কোড ও রোল নম্বর দিয়ে চেক করা যাবে ফলাফল ৷
পাশাপাশি স্কুলগুলির রেজিস্টার্ড ইমেল আইডি-তেও পড়ুয়াদের ফলাফল পাঠিয়ে দেওয়া হবে৷ এ ছাড়াও টেলিফোন বা মোবাইলে আইভিআরএস পদ্ধতিতে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷ Microsoft SMS Organizer App, ডিজিলকার, উমঙ্গ, ডিজিরেজাল্টস-এর মতো বিভিন্ন অ্যাপেও ফলাফল জানা যাচ্ছে৷
বোর্ডের ঘোষণা অনুসারে ৪০০ পড়ুয়ার ফলাফল পরে প্রকাশিত হবে। চলতি বছর সিবিএসই দ্বাদশে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৫.৯৬ শতাংশ বেশি। ত্রিবান্দ্রম রিজিয়নে পাশের হার সবথেকে বেশি ৷ ত্রিবান্দ্রম থেকে পাশ করেছে ৯৭.৬৭ শতাংশ পড়ুয়া, বেঙ্গালুরু থেকে পাশ করেছে ৯৭.০৫ শতাংশ, দিল্লি পশ্চিমে ৯৪.৬১ শতাংশ, দিল্লি পূর্বে ৯৪.২৪ শতাংশ, চেন্নাইয়ে পাশের হার ৯৬.১৭ শতাংশ ৷
রেজাল্ট ঘোষণার পর ট্যুইট করে পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷
Dear Students, Parents and Teachers!@cbseindia29 has announced the results of Class XII and can be accessed at https://t.co/kCxMPkzfEf.
We congratulate you all for making this possible. I reiterate, Student's health & quality education are our priority. — Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 13, 2020
এ বছর ফলাফলের নিয়ম সব পাল্টেছে এবং তার সঙ্গে বদলে গিয়েছে রেজাল্ট এবং মার্কশিট পাওয়ার উপায়৷ কারণ মোটের ওপর এখনও সকলেই ঘরবন্দি, বিশেষ করে পড়ুয়ারা তো বটেই৷ সেক্ষেত্রে কীভাবে তারা পাবেন তাদের মার্কশিট, SMS করে তা আগেই জানিয়েছে CBSE বোর্ড৷
পরীক্ষার্থীদের যে মোবাইল নম্বর রেজিস্টার করা রয়েছে, তাতে SMS পাঠিয়ে বোর্ডের পক্ষ থেকে জানানো হচ্ছে DigiLocker appটি ডাউনলোড করতে৷ কারণ এই অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা পাবেন তাদের মার্কশিট৷ তবে ফোনে অ্যাপ ডাউনলোড না করলেও সরাসরি digilocker.gov.in-এ গিয়ে নিজেদের রোল নম্বর ও সিকিউরিটি পিন দিলে মিলবে মার্কশিট৷ জেনে নিন সেই পদ্ধতি--
১) digilocker.gov.in বা DigiLocker app খুলতে হবে ফোনে৷
২) CBSE বোর্ডে যে ফোন নম্বরটি রেজিস্টার করা রয়েছে সেটি দিয়ে লগ-ইন করতে হবে৷ পাঠানো হবে একটি OTP৷ তা দিয়েই DigiLocker-এর অ্যাকাউন্টে ঢুকতে হবে৷ বোর্ড পরীক্ষার অ্যাপলিকেশনের সময় যে ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছে, সেটিই ব্যবহার করতে হবে মার্কশিট পেতে৷ তবে আধার কার্ডের মাধ্যমেও DigiLocker অ্যাকাউন্টে ঢোকা যাবে৷
৩) একবার OTP দিয়ে সিস্টেমে ঢোকার পর, চাওয়া হবে পিন নম্বর৷ পরীক্ষার্থীদের রোল নম্বরের শেষ ৬টি নম্বর হল সেই সিকিউরিটি পিন৷
৪) লগ-ইনের পর লিস্ট থেকে CBSE-র ডিজিটাল মার্কশিট দেখতে পাওয়া যাবে৷
৫) ডিজিলকারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাত্রছাত্রীদের নথিভুক্ত মোবাইল নম্বরে এসএমএস করে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ৷
এর পাশাপাশি আধার কার্ড দিয়েও দেখা যাবে ফলাফল৷ CBSE Result 2020 ঘোষণার কিছু সময় পর থেকেই DigiLocker-এ ফলাফলের লিস্ট ও মার্কশিট মিলবে বলে জানিয়েছে বোর্ড ৷ একাদশ শ্রেণী ও কলেজে ভর্তির জন্য ব্যবহার করা হবে এই ডিজিটাল মার্কশিট৷
দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ এবং তার জেরে চলা লকডাউন এর জেরে মোট ৮১টি বিষয়ের পরীক্ষা স্থগিত করতে হয় সিবিএসই বোর্ডকে। নতুন করে পরীক্ষা সূচি জারি হলেও করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বাড়তে থাকায় CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ পয়লা জুলাই থেকে ১৫ জুলাই বাতিল করা হয় ৷
দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মূল্যায়নের জন্য CBSE শীর্ষ আদালতকে জানায়, পড়ুয়াদের দুটি অপশন দেওয়া হচ্ছে৷ স্কুলে তাদের শেষ তিনটি ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে নম্বর, না হলে পরে যে তারিখ ইস্যু করা হবে, সেই তারিখে তারা পরীক্ষায় বসতে পারবে৷ তবে এই অপশন শুধুমাত্র দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরাই পাবেন৷